হল মালিকদের আলোচনায় বসার আহ্বান জানালেন আলমগীর

‘আমরা চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র আমাদের পরিচয়। একই ভাবে প্রযোজক, পরিচালক, শিল্পী, টেকনিশিয়ান, আমরা সবাই সিনেমার মানুষ। যারা আমাদের এই সিনেমাটি দর্শকদের সামনে তুলে ধরেন তারা সিনেমা হল মালিক। আমি মনে করি তারাও চলচ্চিত্রের মানুষ। আগামী ১২ এপ্রিল আপনারা সিনেমা হল বন্ধ করে দিচ্ছেন, অথচ কারো সাথে কোনো আলোচনা করেননি। আসেন চলচ্চিত্র দিবসকে কেন্দ্র করে আমরা একটা সিদ্ধান্ত নিই। কীভাবে চলচ্চিত্রকে এগিয়ে দেওয়া যায়।’ আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসকে সামনে রেখে আজ সোমবার এফডিসির জহির রায়হার কালারল্যাব অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নায়ক ও প্রযোজক আলমগীর।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়ত হাসান ইমামের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, নায়িকা অঞ্জনা প্রমুখ।
হল মালিকদের উদ্দেশে নায়ক আলমগীর আরো বলেন, ‘আপনারা ভালো ছবি পাচ্ছেন না, আর আমরা ভালো ছবি বানিয়ে হল থেকে টাকা পাচ্ছি না। সমস্যা তো শুধু আপনাদের নয়। আমরা যারা ছবি প্রযোজনা করছি, আমাদেরও সমস্যা আছে। আমরা তো ছবি প্রযোজনা বন্ধ করছি না। আপনারা কেন সিনেমা হল বন্ধ করার ঘোষণা দিচ্ছেন?’
সংবাদ সম্মেলন শেষে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন গণমাধ্যমকে বলেন, ‘সিনেমা হল মালিকরা আসলে ভারতের ছবি আনার জন্য এমন ঘোষণা দিয়েছেন। তাদের মূল চাওয়া হচ্ছে ভারতের ছবি যেদিন মুক্তি পায়, সেদিনই যেন আমাদের দেশে সিনেমা হলগুলোতে বলিউডের ছবি চালাতে পারে। আরে আমাদের দেশে যদি একই দিনে ছবি মুক্তি পায়, তা হলে আমাদের ছবির কী হবে? আমি মনে করি, বিষয়গুলো নিয়ে বসা উচিত। তাদেরও সিনেমা হল সংস্কার করা উচিত। বাংলাদেশে যে সিনেমা হলগুলো আছে, তাদের প্রজেক্টর নেই, বিষয়টি হাস্যকর। আমরা লোক দেখানো হাসির পাত্র না হয়ে, আসুন, বসে বিষয়গুলোর সমাধান করি।’
সংবাদ সম্মেলনে সৈয়দ হাসান ইমাম জানান, এফডিসির উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপিত হবে। আগামী বুধবার প্রথমদিন বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু হবে আয়োজনটি। এরপর হবে আলোচনা সভা। এর পরের দিন বিকেলে থাকবে তারকা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় হবে আতশবাজি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে ঢাকাই ছবির একসময়কার জনপ্রিয় নায়ক জাভেদ ও অঞ্জনার পরিবেশনা। এ ছাড়া মঞ্চ মাতাবেন মাহিয়া মাহি, নিরব, ইমন, সাইমন সাদিক, জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, বিপাশা কবিরসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা।