ফুটবলার ওজিলের নিমন্ত্রণে শাহরুখের সাড়া

বিশ্বের অন্যতম প্রিয় সুপারস্টার বলিউড বাদশাহ শাহরুখ খান। পৃথিবীজুড়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত ও অনুরাগী। বিভিন্ন অঙ্গনের তারকারাও তাঁর ভক্ত। সম্প্রতি জার্মানির ফুটবলার, আর্সেনাল তারকা মেসুত ওজিল ও তাঁর বাগদত্তা আমিনি গালসের সঙ্গে কিং খানের ‘ফ্যানবয়’ মুহূর্ত দেখল বিশ্ববাসী।
মেসুত ওজিল বিশ্বসেরা ফুটবলারদের একজন। জার্মানির এই ফুটবলার খেলেন প্রিমিয়ার লিগের আর্সেনাল ক্লাবে। সুপারস্টার শাহরুখ খানের একনিষ্ঠ ভক্ত তিনি। লন্ডনে আয়োজিত একটি ম্যাচে বিশেষ আমন্ত্রণ জানানো হয় রোমান্সের রাজাকে। খেলাভক্ত শাহরুখ সেই আমন্ত্রণ গ্রহণ করেন। আইপিএলের কলকাতা নাইট রাইডার্স দলের সহ-মালিক শাহরুখ।
গত রোববার রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের একটি ম্যাচ দেখেন শাহরুখ খান। এই অভিনেতার ভক্ত হিসেবে আমন্ত্রণ জানান জার্মান খেলোয়াড় মেসুত ওজিল।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে সেই বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন শাহরুখ খান।
What a lovely evening @Arsenal congratulations. Thx @MesutOzil1088 & #AmineGulse for your warmth love & hospitality. See u guys soon in India. pic.twitter.com/4rtBJXZ5uW
— Shah Rukh Khan (@iamsrk) April 1, 2019
বলিউডে আড়াই দশক ধরে রাজত্ব করে চলেছেন শাহরুখ খান। অভিনয় ও পারফরম্যান্স দক্ষতার কারণে বিশ্বজুড়ে রয়েছে তাঁর ভক্ত।
‘কোল্ডপ্লে’ শিল্পী ক্রিস মার্টিন, অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, আন্তর্জাতিক হার্টথ্রুব জায়ান মালিক, ‘মার্ভেল’ অভিনেতা হাগ জ্যাকম্যানসহ অনেক তারকাই শাহরুখের ফ্যান। বিশ্বের অন্যতম মোস্ট ফলোড সেলিব্রেটি শাহরুখ, বিশ্বব্যাপী ৩৮ মিলিয়নের বেশি ভক্ত রয়েছে তাঁর। সূত্র : বলিউড বাবল