Beta

কাছের মানুষ পেয়ে আত্মহারা স্বস্তিকা

১৮ এপ্রিল ২০১৯, ১৮:৫৭

অনলাইন ডেস্ক
কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি : ইনস্টাগ্রাম

অনেকদিন পর ঘরে ফিরেছেন কলকাতার বাংলা ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মেয়ে অন্বেষা। মায়ের মন তো আনন্দে ভরে উঠবেই। মেয়ের ডাকনাম মানি। মানিকে পেয়ে আত্মহারা স্বস্তিকা সেই উচ্ছ্বাস ভাগাভাগি করলেন ভক্তদের সঙ্গেও।

ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার দিয়েছেন স্বস্তিকা। সেসব ছবি মা-মেয়ের দৃঢ় বন্ধনের চিত্রই তুলে ধরছে। কাছের মানুষের স্পর্শের অনুভূতি যে কী, তা টের পাওয়া যাচ্ছে মা-মেয়ের আদুরে ভঙ্গিতে।

পড়াশোনার জন্য মুম্বাইতে থাকতে হয় স্বস্তিকার মেয়ে অন্বেষাকে। মাঝেমধ্যে স্বস্তিকাও মেয়ের কাছে মুম্বাইতে ছুটে যান, আবার কখনো মেয়ে চলে যান কলকাতায় মায়ের কাছে। মেয়েকে কাছে পেলেই আর আনন্দের সীমা থাকে না মা স্বস্তিকার।

মেয়ে মানির সঙ্গে স্বস্তিকা। ছবি : ইনস্টাগ্রাম

মেয়েই সবচেয়ে কাছের বন্ধু বলে বহুবার স্বীকার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছোট্ট বাঁদরটা শহরে এসেছে, তাই পার্টি।’

মেয়ে না থাকলে যে স্বস্তিকার মন খারাপ হয়ে যায়, তা আগেই বোঝা গিয়েছিল। মানিকে খুব দেখতে ইচ্ছে করছিল তাঁর। মেয়ের সঙ্গে একটা সাদাকালো ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘তুমি ছাড়া আমার জীবন এমনই সাদাকালো হয়ে যায়। দ্রুত ঘরে এসো বাঁদরটা।’

শুধু মেয়েই নয়, মাঝেমধ্যে বাবা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গেও ছবি পোস্ট করতে দেখা যায় স্বস্তিকা মুখোপাধ্যায়কে। সম্প্রতি ‘কিয়া অ্যান্ড কসমস’ ছবিতে দেখা গেছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের ‘শাহজাহান রিজেন্সি’-তেও অভিনয় করেছেন তিনি। সূত্র : জি নিউজ

Advertisement