ইউটিউবে শাকিব-বুবলীর ট্রেলার

মুক্তি পেল শাকিব খানের ঈদের ছবি ‘পাসওয়ার্ডে’র ট্রেলার। শাকিবের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মসে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রেলারটি প্রকাশ করা হয়।
৩ মিনিট ৫ সেকেন্ডের এই ট্রেলারের শুরু হয়েছে শাকিব-বুবলীর রোমান্স দিয়ে। এর পরই শুরু হয় অ্যাকশন। টান টান উত্তেজনা ছিল ট্রেলারজুড়ে। আজ দুপুর পর্যন্ত প্রায় সাড়ে চার লাখবার ভিউ হয়েছে। কমেন্ট বক্সে অনেকে প্রশংসাও করেছেন ছবিটি নিয়ে।
গত রোববার বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘পাসওয়ার্ড’। ছবিটি দেখে বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। শাকিব ও বুবলী ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও মিশা সওদাগর।
অভিনয়ের পাশাপাশি শাকিব খান প্রযোজনা করেছেন ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্র । এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। ‘পাসওয়ার্ড’ শিরোনামের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন শাকিব খানের নায়িকা শবনম বুবলী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো—দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।