তারান্তিনোর ওপর খেপেছে পুলিশ
বাস্তব সব সময়ই চলচ্চিত্রের চেয়ে বেশি নাটকীয়। এবার সেই বাস্তবেই পুলিশি বাধার মুখে পড়েছেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা কুয়েন্তিন তারান্তিনো। তবে কোনো ফৌজদারি মামলায় নয়, বেফাঁস মন্তব্যের জন্য। গত সপ্তাহে নিউইয়র্কে এক র্যালি-পরবর্তী সমাবেশে পুলিশকে ‘খুনি’ হিসেবে অভিহিত করেন তারান্তিনো। আর এরপরই তারান্তিনোর বিরুদ্ধে একজোট হয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ খবর জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস।
পুলিশ ইউনিয়ন্স অব নিউইয়র্ক অ্যান্ড লস অ্যাঞ্জেলেস নামে পুলিশদের এক সংগঠন যুক্তরাষ্ট্রজুড়ে তারান্তিনোর ছবি বর্জনের আহ্বান জানিয়েছে। এ বিষয়ে লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রোটেকটিভ লিগ প্রেসিডেন্ট ক্রেইগ ল্যালি বলেন, “দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশকে সব সময় সমালোচনার মুখোমুখি হতে হয়। কিন্তু চলচ্চিত্র নির্মাতা কুয়েন্তিন তারান্তিনো এটাকে ভিন্ন মাত্রা দিয়েছেন। পুলিশবিরোধী জনসমাবেশে তিনি পুলিশ সদস্যদের ‘খুনি’ বলেছেন। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।”
আগামী ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে-তে তারান্তিনোর নতুন ছবি ‘দ্য হেইটফুল এইট’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ-পরবর্তী সময়ে বাউন্টি হান্টারদের কাহিনী নিয়ে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে।
‘রিজারভয়ার ডগস’ দিয়ে চলচ্চিত্র পরিচালনা শুরু করেছিলেন তারান্তিনো। তাঁর দ্বিতীয় ছবি ‘পাল্প ফিকশন’ নির্মাতা হিসেবে তাঁকে শক্ত অবস্থান গড়ে দেয়। ‘পাল্প ফিকশন’ ছবির জন্য সেরা নির্মাতা এবং সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কারে মনোনয়ন পান তারান্তিনো। জিতে নেন সেরা চিত্রনাট্যকারের পুরস্কার।
পর্দায় সহিংসতা দেখানোর জন্যই সব সময় আলোচিত হয়েছে তারান্তিনোর ছবি। ৫২ বছর বয়সী এই নির্মাতা গত সপ্তাহে নিউইয়র্কে পুলিশি নির্যাতনবিরোধী এক মিছিল-সমাবেশে অংশ নেন। আর সেখানে দেওয়া তাঁর বক্তব্য নিয়েই তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের পুলিশি সংগঠনগুলো।