ফের নাচের মঞ্চে আগুন জ্বালালেন নোরা! (ভিডিও)

জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’-এ বেলি ড্যান্স দিয়ে বিনোদন দুনিয়ায় বেশ বড়সড় ঝাঁকুনি দিয়েছিলেন নোরা ফাতেহি। এর পর থেকে দিলবারকন্যা নামেই পরিচিতি তাঁর। ফের জন আব্রাহামের আরেকটি সিনেমায় নতুন রিমেক নিয়ে বড়পর্দায় হাজির নোরা।
বলিউডের হিট গান ‘সাকি সাকি’র নতুন ভার্সন নিয়ে হাজির হয়েছেন নোরা ফাতেহি। গানটি পুনঃসৃজন করেছেন তানিশক বাগচি। কণ্ঠ দিয়েছেন নেহা কক্কর, তুলসী কুমার ও বি প্রাক। আসল গানটির সুরকার বিশাল-শেখর। আজ মুক্তি পেয়েছে নতুন ভার্সনের ভিডিও। এরই মধ্যে অন্তর্জালে ঝড় তুলেছে। নোরার আবেদনময় নাচে দিশেহারা তাঁর ভক্তকুল।
শুনুন নতুন ‘সাকি সাকি’ :
এর আগে গানটির টিজার মুক্তির পর সমালোচনা হয়েছিল। যদিও নোরার নাচের দক্ষতার প্রশংসায় মাতেন নেটিজেনরা, তবে নতুন ভার্সনটি ভালো চোখে দেখছেন না আসল অভিনেত্রী কোয়েনা মিত্র। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘মুসাফির’। গানটিতে সঞ্জয় দত্তের সঙ্গে পা মিলিয়েছিলেন কোয়েনা মিত্র। তাঁদের ‘সাকি সাকি’ তুমুল জনপ্রিয় হয়।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে কোয়েনা মিত্র লেখেন, “আমার ‘মুসাফির’ সিনেমার ‘সাকি সাকি’ গানটি নতুনভাবে তৈরি করা হয়েছে। সুনীধি, সুরিন্দর, বিশাল, শেখরের যৌথতা দারুণ হয়েছিল। নতুন ভার্সনটি ভালো লাগেনি, একদম জঘন্য!” ‘বাটলা হাউস’ নির্মাতাদের তিনি প্রশ্ন ছোড়েন, কেন এর দরকার ছিল?
My song from Musafir #Saaki Saaki" has been recreated.
Sunidhi, Suhwinder, Vishal, Shekhar combination was outstanding. Didn't like the new version, it's a mess! This song had crashed many blockbusters! Why batlahouse, why?
P. S: Nora is a stunner. Hope she saves our pride.— Koena Mitra (@koenamitra) July 13, 2019
সম্প্রতি মুক্তি পেয়েছে জন আব্রাহাম অভিনীত ‘বাটলা হাউস’-এর ট্রেইলার। ১১ বছর আগে দিল্লিতে পুলিশের সঙ্গে এক সন্ত্রাসীর ‘বিতর্কিত বন্দুকযুদ্ধ’ নিয়ে নির্মিত এ ছবি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি।
‘বাটলা হাউস’ পরিচালনা করেছেন নিখিল আদভানি। চিত্রনাট্য রিতেশ শাহর। ছবিটি বড়পর্দায় উঠবে এ বছরের ১৫ আগস্ট। একই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’ ও শ্রদ্ধা কাপুর-প্রভাসের ‘সাহো’। সূত্র : ইন্ডিয়া টিভি