চিরনিদ্রায় ‘মিনি মাউস’ খ্যাত রুসি টেলর
মিনি মাউসের গলায় আর শোনা যাবে না পরিচিত কণ্ঠস্বর। গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার গ্লেনডেলে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন মিনির কণ্ঠস্বরের নেপথ্য নায়িকা রুসি টেলর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
নব্বইয়ের দশকে প্রত্যেকের শৈশবজুড়ে রয়েছে ওয়াল্ট ডিজনি। মিকি মাউস, মিনি মাউস, ডোনাল্ড ডাক, গুফি নামগুলো শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হাসিমুখের কয়েকটা চরিত্র। রুসি টেইলর বিয়ে করেছিলেন প্রয়াত ওয়েন অলউইনকে, যিনি মিকি মাউসের কণ্ঠ দিয়েছিলেন।
শনিবার ওয়াল্ট ডিজনি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা বব আইগার রুসির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘রুসি টেইলরের মৃত্যুতে কণ্ঠ হারাল মিনি মাউস।’
Statement from Disney Chairman and CEO Bob Iger on the passing of Disney Legend Russi Taylor: pic.twitter.com/4TpSVkT8BE
— Walt Disney Company (@WaltDisneyCo) July 27, 2019
আইগার লেখেন, ‘৩০ বছরেরও বেশি সময় ধরে মিনি ও রুসি একসঙ্গে কাজ করে বিশ্বের লাখো মানুষকে বিনোদিত করেছেন। এই যৌথতাই মিনিকে বৈশ্বিক আইকনে পরিণত করেছে। ভক্তদের কাছে রুসি হয়েছেন কিংবদন্তি।’
We are sorry to report that Disney Legend Russi Taylor has passed away: https://t.co/8uphuNZy3i pic.twitter.com/FwAdJJYpqw
— Disney (@Disney) July 27, 2019
রুসির মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন দীর্ঘদিনের বন্ধু তথা গুফি চরিত্রের কণ্ঠদাতা বিল ফার্মার। বলেছেন, ‘পরিবারের মতো ছিলেন রুসি। মিনি মাউসের মতোই মিষ্টি, মজাদার। ততটাই প্রতিভাবান ও নম্র। ওঁর কথা মনে পড়বে।’
টেলিভিশন, থিম পার্ক, অ্যানিমেশন, ছবিসহ বহু ক্ষেত্রে মিনি মাউসের গলায় শোনা গেছে রুসি টেইলরের কণ্ঠস্বর। এ ছাড়া ডিজনির অন্য বেশ কয়েকটি চরিত্রেরও কণ্ঠদাতা ছিলেন তিনি। তাঁর মৃত্যুর সঙ্গে হারিয়ে গেল সেই সব কণ্ঠও। সূত্র : জি নিউজ, ইন্ডিয়া টুডে