রানুকে ৫৫ লাখের বাড়ি উপহার নিয়ে মুখ খুললেন সালমান

সুপারস্টার সালমান খান সঞ্চালিত ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৩তম মৌসুমের উদ্বোধনপূর্ব অনুষ্ঠান হলো গতকাল। মুম্বাইয়ের মেট্রো রেলস্টেশনে এই অনুষ্ঠান হয়। সেখানে বিগ বসের থিম, প্রতিযোগীদের ধরনসহ নানা বিষয়ে কথা বলেন সালমান। অন্তর্জাল তারকা রানু মণ্ডলকে নিয়েও মুখ খোলেন এ মহাতারকা।
কলকাতার রানাঘাট রেলস্টেশনের ভবঘুরে গায়িকা থেকে রাতারাতি অন্তর্জাল তারকা রানু মণ্ডল। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নাগমা’ গেয়ে অন্তর্জালবাসীকে চমকে দেন রানু। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে গায়ক, সংগীত পরিচালক, অভিনেতা হিমেশ রেশমিয়া তাঁকে নিজের সিনেমা ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে গাওয়ার সুযোগ করে দেন। এর পরেই ভারতীয় গণমাধ্যমগুলোতে খবর বেরোয়, রানুর গানে মুগ্ধ হয়ে তাঁকে ৫৫ লাখ রুপি দামের একটি বাড়ি উপহার দিয়েছেন সালমান।
তবে কিছুদিন আগে রানু মণ্ডল বলেন, সালমানের কাছ থেকে কোনো উপহার পাননি তিনি। এবার বিগ বসের উদ্বোধনপূর্ব অনুষ্ঠানে সে বিষয়ে মুখ খুললেন সালমান খান।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, সালমান খান ওই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, এ ধরনের কোনো প্রস্তাব তিনি দেননি।
এক প্রশ্নের জবাবে বার্তা সংস্থা আইএএনএসকে সালমান বলেন, ‘ওটা মিথ্যা খবর। আমিও এমনটা শুনেছি। যেহেতু আমি এমন কিছুই করিনি, তাই এর ক্রেডিট নিতে পারি না। এমন কিছুই আমি করিনি।’
এর আগে নবভারত টাইমসকে ৫৫ লাখের বাড়ি উপহার প্রসঙ্গে রানু বলেন, ‘না! যদি বাড়ি উপহার দেন, তবে সালমান খান এ নিয়ে প্রকাশ্যে ঘোষণা দিক। আর সেটা না হলে তিনি যেন বলেন, এটা তাঁর কোনো বন্ধু বা অন্য কাউকে দিচ্ছেন। কিন্তু আজতক এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তিনি।’
রানু আরো বলেন, ‘আমি কাউকে বলিনি সাহায্য করতে। আমি সালমান খানের কাছেও কোনো সাহায্য চাইব না। প্রথম যখন এই গুঞ্জন শুনি, তখন ভেবেছিলাম, এটা সত্য হতে পারে আবার নাও হতে পারে। এ-ও শুনেছিলাম, তিনি আমাকে লাল গাড়ি উপহার দিয়েছেন, আরো অনেক কিছুই শুনেছি। কিন্তু আমি সেদিনই ওই খবর বিশ্বাস করব, যেদিন সালমান আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।’
যা হোক, আগামী ২৯ সেপ্টেম্বর টেলিভিশনের পর্দায় উঠছে সালমানের ‘বিগ বিস’। এবারের শোতে প্রতিযোগী হবেন তারকারা।