হুমায়ূন সাধুর শারীরিক অবস্থা অপরিবর্তিত

অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টেই আছেন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
আজ মঙ্গলবার সকালে এনটিভি অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘হুমায়ূন সাধুর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’
গত রোববার দিবাগত রাত ৩টার দিকে ব্রেইন স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করা হয় হুমায়ূন সাধুকে।
চলতি মাসের শুরুতে চট্টগ্রামে যান হুমায়ূন সাধু। যাওয়ার পরই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, তাঁর ব্রেইন স্ট্রোক হয়েছে। পরে কিছুদিন হাসপাতালে থাকার পর তাঁর অবস্থার উন্নতি হলেও দ্বিতীয় দফায় আবারও ব্রেইন স্ট্রোক করলেন এই অভিনেতা।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি নাটকের মাধ্যমে বিনোদন অঙ্গনে হুমায়ূন সাধুর অভিষেক হয়। পরে বিভিন্ন টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন সাধু।