‘কাবালি’ শুরু করলেন রাধিকা
রাধিকা আপ্তের ক্যারিয়ার কোথা থেকে কোথায় ছুটে চলছে, তার হদিস বুঝি তিনি নিজেও দিতে পারবেন না। রজনীকান্তের মতো কিংবদন্তি তারকার বিপরীতে অভিনয় করা তো বিশাল ভাগ্যের ব্যাপার বটে! ছবির শুটিং শুরু হয়ে গেলেও এতদিন কাজ ছিল না রাধিকার। তবে অপেক্ষা ফুরিয়েছে। এনডিটিভির খবরে জানা গেল, ক্যামেরার সামনে দাঁড়ানোর পালা এবার রাধিকারও এসেছে।
রাধিকার শুটিং শুরু হয়েছে গোয়ায়। কাজ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি, সেই সঙ্গে আশাবাদী। ‘অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম, কবে যে শুরু করব শুটিং! যাক, অবশেষে গোয়ায় এসে পৌঁছেছি। শুক্রবারে আমরা শুটিং শুরু করেছি। ছবিটার ব্যাপারে আমি খুবই এক্সাইটেড’, এভাবেই নিজের কথা জানান ‘অহল্যা’ খ্যাত এই অভিনেত্রী।
এই তামিল ছবিটির নাম ‘কাবালি’। চেন্নাইয়ের এক মাফিয়া ডনের জীবন থেকেই এ ছবির গল্প নেওয়া, তবে এই ‘সত্য ঘটনা’র প্রভাব মূল ছবিতে খুব বেশি থাকবে না। ছবিটি পরিচালনা করছেন পিএ রণজিৎ।
“এই ছবিতে রজনী স্যার অভিনয় করেছেন ‘কাবালিস্মরণ’ নামের এক চরিত্রে, ছবির নাম ‘কাবালি’ এখান থেকেই এসেছে। চেন্নাইয়ের এক মাফিয়া ডনের জীবনী নিয়েই এই ছবি”, ছবির নির্মাতা দলের একজন সদস্য আইএএনএসকে এই কথা বলেন।
ছবিটিতে আরো অভিনয় করেছেন ধানসিকা, কালাইয়ারাসানের মতো দক্ষিণী ছবির তারকারা। ‘কাবালি’ হতে যাচ্ছে রজনীকান্তের ১৫৯তম ছবি।
যে ছবির নায়ক রজনীকান্ত, সেই ছবি নিয়ে আলোচনা কিংবা সেই ছবি সুপারহিট হতে আর কী-ই বা লাগে! রজনীকান্ত মানেই তো অবধারিতভাবে ‘ওয়ান ম্যান শো’! সে যা-ই হোক, রাধিকা কিন্তু কেবল রজনীর পাশে ছায়া হয়ে থাকছেন না এই ছবিতে।
লম্বা সময় ধরে রজনীকান্তের ছবিতে নায়িকাদের উপস্থিতি কেবল একটু গ্ল্যামার আর নাচ-গানের জন্যই, এ কথা বলা যায়। এই তত্ত্বের বিপরীতেও অবশ্য আবির্ভূত হতে পেরেছেন কিছু নায়িকা। যেমন ‘পাড়াইয়াপ্পা’ ছবিতে রামাইয়া কৃষ্ণন, ‘চন্দ্রমুখী’তে জ্যোতিকা কিংবা ‘এন্থিরান’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন।
বিস্তারিত না বললেও রাধিকা জানিয়েছেন, তাঁর চরিত্রের আলাদা গুরুত্ব রয়েছে ছবিতে। নেহাত গ্ল্যামার-সর্বস্বরূপে দেখা দেবেন না তিনি। গোয়ায় পৌঁছেছেন বৃহস্পতিবার। এখানে টানা ১৫ দিন শুটিংয়ের জন্য অবস্থান করবেন তিনি।