গৌতমের শঙ্খচিলে প্রসেনজিৎ ও কুসুম

পরিচালক গৌতম ঘোষের সঙ্গে প্রসেনজিৎ ও কুসুম শিকদার। ছবি : টাইমস অব ইন্ডিয়া
বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি শঙ্খচিলের শুটিং চলছে পুরোদমে। ৩ মার্চ থেকে কলকাতায় শুরু হয়েছে এই ছবির কাজ। পরিচালক গৌতম ঘোষের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পশ্চিমবঙ্গের টাকিতে কিছু কাজের পর বাংলাদেশের খুলনা এবং সাতক্ষীরায় ছবির বাকি শুটিং হবে।
গৌতম ঘোষের পরিচালনায় এতে অভিনয় করছেন প্রসেনজিৎ ও কুসুম শিকদার। এর আগে ‘মনের মানুষ’ ছবিতে সর্বশেষ গৌতম ঘোষের পরিচালনায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। সেটিও ছিল যৌথ প্রযোজনার ছবি।
১৯৪৭-এর দেশভাগ ছবির মূল উপজীব্য। ছবিতে প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন কুসুম। এর আগে ‘গহীনের শব্দ’ এবং ‘লালটিপ’ ছবিতে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার।
ছবি সম্পর্কে পরিচালক গৌতম ঘোষ বলেন, ‘বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় আরো ছবি হওয়ার দরকার। এতে দুই অঞ্চলের রাজনৈতিক বাধাগুলো দূর হবে।’