‘আমার প্রেম আমার প্রিয়া’র শুটিং শুরু
গতকাল মঙ্গলবার, ১০ মার্চ থেকে শুরু হয়েছে ‘আমার প্রেম আমার প্রিয়া’ চলচ্চিত্রের শুটিং। এতে অংশ নিয়েছেন নায়ক আরজু খান, মিশা সওদাগর ও আলী রাজ। গাজীপুরে হোতাপাড়ার খতিবখামার বাড়িতে এই শুটিং শুরু হয়। আজ শুটিংয়ে অংশ নেন পরীমনি।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছবিতে আমি একজন চেয়াম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করছি। সেখানে আমি বাবার টাকা চুরি করে সিনেমা দেখি আর সেটা সবাইকে বলে দেয় নায়ক আরজু। এর জের ধরে তার সঙ্গে আমার শত্রুতা শুরু হয়। শেষ পর্যন্ত আমার শত্রু নায়ক আরজুর সঙ্গে বন্ধুত্ব হয়।’
এ প্রসঙ্গে ছবির পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, ‘গ্রামের একজন চেয়ারম্যান ও নাপিতের ছেলের মধ্যে এক ধরনের শত্রুতা নিয়ে তৈরি হয়েছে ছবিটির গল্প। ঠিক শত্রুতা বলা যাবে না, এখানে একটি ঘটনা রয়েছে। চেয়ারম্যান ত্রাণের সামগ্রী চুরি করে আর ওই সামগ্রীই আবার চুরি করে আরজু এবং সে সেটা বিলিয়ে দেয় এলাকার উন্নয়নমূলক কাজে। চেয়ারম্যান জানেন চুরি আরজু করছে কিন্তু কোনো প্রমাণ নেই। গ্রাম্য সালিশে যখন প্রমাণ করতে চায় তখন আরজু মোবাইল ফোনসেটে ভিডিও দেখায় যে চেয়ারম্যানের মেয়ে টাকা চুরি করে সিনেমা দেখে। এই থেকে শুরু হয় পরী আর আরজুর যুদ্ধ।’
দেশের পরিস্থিতির কথা উল্লেখ করে পরিচালক জানান, একটানা শুটিং করে ছবিটির কাজ শেষ করতে চান তিনি। তাই গাজীপুরে শুটিং চলবে টানা ২০ দিন। গ্রামের গল্প নিয়ে ছবি তাই এই লোকেশনের আশপাশেই কাজ হচ্ছে কিন্তু গানগুলোর শুটিং হবে দেশের বাইরে। কারণ সব গানই কল্পনায় আর কল্পনাতে একজন মানুষ যেকোনো জায়গাতেই যেতে পারে। তবে কোন দেশে গানের শুটিং হবে সেটি এখনো ঠিক করতে পারেননি পরিচালক।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানের মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটির প্রথম পর্যায়ের শুটিং চলবে টানা ৩০ মার্চ পর্যন্ত। হোতাপাড়া ছাড়াও ছবিটির শুটিং হবে পূবাইলের বিভিন্ন স্থানে। ছবিটিতে পরীমনি ও আরজু ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ ও রেবেকা প্রমুখ।