যেভাবে তৈরি হলো ‘দ্য রেভেন্যান্ট’
এবারের অস্কার দৌড়ে এগিয়ে বেশ এগিয়ে আছে মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনরিতুর ছবি ‘দ্য রেভেন্যান্ট’। ১২টি ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেয়েছে ছবিটি।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিওনার্দো ডি ক্যাপ্রিওকে নিয়ে। তাঁর ভ্ক্তদের আশা এবার সেরা অভিনেতার অস্কারটা তিনিই বগলদাবা করবেন। আর তাহলে সেটা হবে এই গুণী অভিনেতার প্রথম অস্কার জয়।
‘দ্য রেভেন্যান্ট’-এর পরিচালক ইনারিতু অবশ্য গত বছর সেরা পরিচালকের অস্কার পেয়েছেন ‘বার্ডম্যান’ ছবির জন্য। আগের ছবির মতোই ইনারিতু বিস্মিত করেছেন ‘দ্য রেভেন্যান্ট’ ছবির দর্শকদের।
যাঁরা ছবিটি দেখেছেন তাঁরা অবাক হয়ে ডি ক্যাপ্রিওর অভিনয় আর ইনারিতুর নির্মাণ দেখেছেন।
ছবিটি কীভাবে নির্মাণ করা হয়েছে তা নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে ছবিটির প্রযোজনা সংস্থা টুয়েন্টিত্থ সেঞ্চুরি ফক্স। ‘আ ওয়ার্ল্ড আনসিন’ নামের ৪৪ মিনিটের এই তথ্যচিত্রতে তুলে ধরা হয়েছে ছবিটির দুর্দান্ত নির্মাণের কিছু মুহূর্ত।
দুর্গম সব লোকেশনে ছবিটির চিত্রায়নে ঝক্কি পোহাতে হয়েছে ইউনিটের সবাইকে। সেই সঙ্গে তথ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে সেখানকার আদিবাসীদের কথা। তাদের সহায়তা ছাড়া ছবিটি নির্মাণ করা সম্ভব হতো না, অথচ জলবায়ু পরিবর্তন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর আগ্রাসনের কারণে এসব আদিবাসীদের অস্তিত্ব এখন হুমকির মুখে।