শাকিবের কাছে শাহরুখের হার
একদিকে ঢালিউড কিং শাকিব খান, অন্যদিকে বলিউড কিং শাহরুখ খান। আজ ১৩ মার্চ-২০১৫, শুক্রবার শাকিব খান অভিনীত ‘এইতো প্রেম’ মুক্তি পেয়েছে। আর শাহরুখ খান অভিনীত হিন্দি ছবি ‘ডন টু’ গত সপ্তাহে ঢাকার দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও আজ সারা দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে।
তবে শাহরুখের জনপ্রিয়তার বিশেষ কোনো প্রভাব দেখা যাচ্ছে না এ দেশের প্রেক্ষাগৃহে!
বেশ কিছু সিনেমা হলে মুক্তি পেলেও সেখানে দর্শকের তেমন কোনো আনাগোনা দেখা যায়নি। অন্যদিকে, শাহরুখ খানের ছবির দিকে দর্শকের বিশেষ মনোযোগ থাকুক বা না থাকুক, বাংলাদেশের শাকিব খানকে দেখতে তাঁরা ঠিকই ছুটে গেছেন সিনেমা হলে।
শাকিবের ছবি চলছে ১১২টি সিনেমা হলে আর শাহরুখের ছবি মুক্তি পেয়েছে ১৫টি হলে। পূর্ণিমা সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ কাঞ্চন বললেন, “শাকিব খানের কাছে হার হয়েছে শাহরুখ খানের। আমাদের ধারণা ছিল, শাহরুখ খানের ছবি বাংলাদেশের সবশ্রেণির দর্শক দেখে, ছবিটি ভালো চলবে। এই ভেবে আমাদের পূণির্মা হলে ‘ডন টু’ চালাচ্ছি। কিন্তু দর্শক শাকিবকে না পেয়ে ফেরত যাচ্ছে।”
এ দুই সিনেমার মধ্যে শাকিব খানের ‘এইতো প্রেম’ ছবিটিতে বেশি আগ্রহ দেখিয়েছেন হল মালিকরা। তাঁদের কথা থেকে এর পেছনের কারণ বোঝা গেল। গত পাঁচ মাসের মধ্যে শাকিবের কোনো ছবি মুক্তি পায়নি।
মুক্তিযোদ্ধার চরিত্রে এটাই শাকিবের প্রথম ছবি। বাংলাদেশের ছবি যারা দেখেন, তাদের বড় একটা অংশ শাকিবের নাম শুনেই হলে আসেন। ‘এইতো প্রেম’ নতুন ছবি, একটা লম্বা বিরতির পর জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ছবির মুক্তি দর্শক টানবে বেশি বলে আশা চলচ্চিত্রবোদ্ধাদের।
তাঁদের ভাষ্য, দেশের প্রেক্ষাগৃহে দর্শক বাংলা ছবি দেখতেই বেশি অভ্যস্ত। আর যাঁরা হিন্দি সিনেমা দেখেন, তাঁরা প্রেক্ষাগৃহে যান না। গেলেও তাঁদের সংখ্যা খুবই কম। দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘এইতো প্রেম’ ছবিটি পরিচালনা করেছেন সোহেল আরমান।
ছবিতে প্রথমবার শাকিব খান ও বিন্দুকে একসঙ্গে বড় পর্দায় পাচ্ছেন দর্শক। এখানে সূর্য চরিত্রে শাকিব খান আর মাধবীর ভূমিকায় অভিনয় করেছেন বিন্দু।
অন্যদিকে, আমদানি করা হিন্দি ছবি ‘ডন টু’ গত শুক্রবার, ৬ মার্চ ঢাকার দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। উদ্দেশ্য ছিল, বড় পরিসরে দেশজুড়ে ছবিটি মুক্তি দেওয়া হবে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার ১৩ মার্চ সারা দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত এই ছবি।
‘ডন’ সিরিজের দ্বিতীয় ছবিটি পরিচালনা করেছেন ফারহান আখতার। অ্যাকশনধর্মী গল্পের এ ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত, কুনাল কাপুর, ওম পুরি, বোমান ইরানিসহ অনেকে।