অমিতাভের দক্ষিণ-বন্দনা!
চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনেও নিয়মিত মুখ বলিউডের ‘বিগ বি’ খ্যাত মহাতারকা অমিতাভ বচ্চন। কিছুদিন পরে দক্ষিণী তারকাদের সাথে তাকে দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে। এই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে দক্ষিণের অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অমিতাভ। ক্যারিয়ারের শুরু থেকেই দক্ষিণী ছবি ও এর কারিগরদের প্রতি উচ্চ ধারণা অমিতাভের, এমনটাই জানা গেল টাইমস অব ইন্ডিয়ার খবরে।
‘দক্ষিণী ছবির প্রতি আমি কতটা উচ্চ ধারণা রাখি তা নিয়ে নতুন করে জানাবার কিছু নেই। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমি খুবই শ্রদ্ধা করি। দক্ষিণের সেরাদের সাথে দারুণ সময় কাটিয়েছি আমি, পেয়েছি অনেক অনেক সহায়তা।’-নিজের ব্লগে এই কথা লিখেছেন অমিতাভ।
দক্ষিণে অমিতাভের প্রথম হিন্দি ছবি ‘পেয়ার কি কাহানি’ ছিল শিবাজি গণেশনের ছবি ‘কাইকুড়তা দেবিয়ম’-এর রিমেক। ছবিটি নির্মিত হয়েছিল ১৯৭১ সালে। এ প্রসঙ্গে অমিতাভ উল্লেখ করেন, ‘এই ছবিটা করতে গিয়ে আমি বিশাল সমস্যা বাধিয়েছিলাম। আর সেটা হলো, শিবাজি সাহেবের মূল ছবিটিতে যে মানের কাজ হয়েছিল, তার এক ইঞ্চি পর্যন্তও পৌঁছাতে পারিনি আমি।’
শিবাজির প্রতি ভক্তি এখনো আগের মতোই রয়েছে অমিতাভের। যতবারই দেখা হয়েছে, প্রতিবারই শিবাজির পা ছুঁয়ে প্রণাম করেছেন অমিতাভ বচ্চন। দক্ষিণের দুই মেগাস্টার রজনীকান্ত ও কমল হাসানের সঙ্গেও বেশকিছু ছবি করেছেন অমিতাভ। তাঁদের সাথেও বেশ ভালো সম্পর্ক অমিতাভের।