‘গেম অব থ্রোনস’: সিজন হবে সাতটিরও বেশি!
নির্মাতাদের ইচ্ছা, লাকি সেভেনেই শেষ হোক। এইচবিওর দারুণ সফল টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর নির্মাতা ডিবি উইজ আর ডেভিড বেনিওফ তেমনই চান। কিন্তু এইচবিও কর্তৃপক্ষের সাফল্যের সাধ যেন মিটতেই চাইছে না। হাফিংটন পোস্টের খবরে জানা গেল, ৭ নম্বর সিজন ছাড়িয়েও যেন আরো দূর এগোয় ‘গেম অব থ্রোনস’ - এমনই প্রত্যাশা করছে এইচবিও।
এই জব্বর খবরটি এন্টারটেইনমেন্ট উইকলিকে দিয়েছেন এইচবিওর প্রোগ্রামিং প্রেসিডেন্ট মাইকেল লমবার্ডো। তিনি জানিয়েছেন, এইচবিও চায় যে ‘গেম অব থ্রোনস’-এর মতো সফল একটি টিভি সিরিজ যেন সাত সিরিজ পেরিয়ে আরো দূরে যায়। তবে, তাঁর এই ইচ্ছার সাথে সায় দেননি উইজ কিংবা বেনিওফ। সিরিজটি সফল বলে বেশি বেশি টানতে হবে, এ ব্যাপারে মত নেই তাঁদের। সিরিজটাকে সফল ও যুতসই সমাপ্তি দেওয়ার ব্যাপারেই তাঁদের মনোযোগ বেশি রয়েছে।
‘আমরা আমাদের সেরা কাজটাই করতে চাই।’ বলেন উইজ। বেনিওফ যোগ করেন, ‘আমরা জানি যে এই গল্পে আসলে আর কয় ঘণ্টা বাকি রয়েছে। আমরা তাতে বাড়তি ১০ ঘণ্টা জুড়ে দিতে চাই না। আমরা সেরা কাজটুকুই করতে চাই যা আমাদের এবং এইচবিও দুইপক্ষের জন্যই ভালো হবে। তার চেয়েও বড় কথা, দর্শকের জন্য সঠিক হবে।’
‘গেম অব থ্রোনস’ নিয়ে কি চলচ্চিত্র হবে না? গত বছরের শেষদিকে এমন একটি সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। তবে সেটি নিয়ে এই মুহূর্তে বেশি কিছু ভাবছে না এইচবিও। আপাতত হলের দর্শকদের চেয়ে টিভির দর্শকদের নিয়েই বেশি চিন্তাভাবনা করছে চ্যানেল কর্তৃপক্ষ।
এখনো পর্যন্ত ৬ নম্বর সিজনের জন্য নতুন করে আসছে ‘গেম অব থ্রোনস’। এটি যে ৭ নম্বর সিজন পর্যন্ত গড়াবে সে বিষয়টিও মোটামুটি নিশ্চিত। তবে, ৭ নম্বর সিজনের পরে আবার কীভাবে এটি পর্দায় আসবে, সেটা বেশ কৌতুহলের বিষয়।