ছবি আঁকেন সামিনা চৌধুরী
সিনেমার গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। ‘আমায় ডেকো না,’ ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘তোমার ভালোবাসার ভ্যালিয়াম’, ‘আমার বুকের মধ্যেখানে’ ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘দুই চোখে দুই নদী’ - এ রকম অসংখ্য ভালোবাসার গান গেয়েছেন সামিনা চৌধুরী। কিন্তু সামিনা চৌধুরী নিজে কখনো ‘আমি তোমাকে ভালোবাসি’ কাউকে বলেননি!
মিষ্টভাষী এই সংগীতশিল্পীর কথা, ‘কিছু কিছু মানুষ থাকে যারা কাউকেই নিজেদের অভিব্যক্তিটা ঠিক বোঝাতে পারে না। আমি আসলে তাদেরই দলে। আমি শুধু মানুষকেই নয়, সব ভালো বিষয়গুলোকেই ভালোবাসি। কিন্তু বলতে পারি না। এখন থেকে চেষ্টা করব বলার জন্য।’
বর্তমানে সামিনা চৌধুরী চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছেন। আপাতত কোনো অ্যালবামের করার চিন্তাভাবনা মাথায় নেই তাঁর। এ জন্য হাতে বেশ খানিকটা অবসরের সময়ও মিলেছে। কী করছেন এই সময়ে? সামিনার উত্তর - ‘ছবি আঁকছি’।
লাল, সবুজ, কালো, নীল, টিয়া সব ধরনের রং পছন্দ করেন সামিনা চৌধুরী। এসব রংকে প্রাধান্য দিয়ে তুলি দিয়ে ছবি আঁকেন তিনি। তবে মজার ব্যাপার হলো, ছোটবেলা থেকে ছবি আঁকলেও সেটা জমিয়ে রাখেননি তিনি। ছবি আঁকতে ভালো লাগে, তাই আঁকেন। কিন্তু সেগুলো সংগ্রহ করে রাখার চিন্তা করেননি তিনি।
সামিনা চৌধুরী জানান, তাঁর ছবি আঁকার নির্দিষ্ট কোনো সময় নেই। যখন মন চায়, তখনই ছবি আঁকেন। কোথাও ঘুরতে গিয়েও মন চাইলে ছবি আকঁতে বসে যান জনপ্রিয় এই সংগীতশিল্পী।