সবচেয়ে লম্বা সময়ের ক্যাপ্টেন আমেরিকা!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/16/photo-1458125898.jpg)
অপেক্ষা অনেক দিনের। সে জন্যই কি দর্শকদের জন্য বাড়তি সময় উপহার দেওয়া হচ্ছে? ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ ছবিটির রানটাইম ১৪৭ মিনিট, অর্থাৎ প্রায় আড়াই ণ্টার হতে যাচ্ছে ছবিটি। এটিই হতে যাচ্ছে মার্ভেলের সবচেয়ে লম্বা সময়সীমার ছবি।
হলিউড রিপোর্টার জানাচ্ছে, রানটাইমে এর আগের রেকর্ডটি ছিল ‘দ্য অ্যাভেঞ্জারস’ (২০১২) ছবিটির। সে ছবিটির দৈর্ঘ্য ছিল ১৪৩ মিনিট, অর্থাৎ ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’-এর চেয়ে চার মিনিট কম।
তবে মার্ভেলের সবচেয়ে লম্বা সময়সীমার ছবি হলেও এটি কিন্তু সবচেয়ে লম্বা সুপারহিরো মুভি নয়। ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’-এর সময়সীমা ১৫১ মিনিট, আর ২০১২ সালের জনপ্রিয় ছবি ‘ডার্ক নাইট রাইজেসে’র সময়সীমা তো আরো অনেক—১৬৫ মিনিট, পুরো পৌনে তিন ঘণ্টা!
‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ ছবিতে লড়াই বাধতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকে। সুপারহিরোরা এবারে নিজেরাই নিজেদের মধ্যে লড়াইয়ে অবতীর্ণ হবেন দুই দলে ভাগ হয়ে, এমনটাই কাহিনী। যুক্তরাষ্ট্রের বক্স অফিসে আগামী ৫ মে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
ছবিটির অফিশিয়াল ট্রেইলার দেখতে ক্লিক করুন এই লিংকে—