‘টার্মিনেটর ৬’ নিয়ে আসছেন শোয়ার্জনেগার
টার্মিনেটর বললেই মনে পড়ে আর্নল্ড শোয়ার্জনেগারের কথা। আজকালকার মতো উন্নত ভিএফএক্স সুবিধা যখন ছিল না, সেই আমলে টার্মিনেটরের মতো রোবটের চরিত্রে অভিনয় করেছিলেন শোয়ার্জনেগার।
এক এক করে পাঁচটি কিস্তি হয়েছে টার্মিনেটর সিরিজের। এবার শুরু হচ্ছে ষষ্ঠ কিস্তির কাজ। এবারো টার্মিনেটরের ভূমিকায় হাজির হবেন শোয়ার্জনেগার। এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।
দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়ার্জনেগার বলেন, ‘আমি টার্মিনেটর ৬-এর জন্য প্রস্তুতি নিচ্ছি।’
যদিও গত বছরের এই সিরিজের ছবি ‘টার্মিনেটর জেনিসিস’ ভালো ব্যবসা করতে পারেনি। সেই ছবিতে শোয়ার্জনেগারের সঙ্গে আরো ছিলেন জেসন ক্লার্ক, এমিলিয়া ক্লার্ক ও জে কার্টেনি।
উত্তর আমেরিকায় ছবিটির আয় ছিল ১০০ মিলিয়ন ডলারেরও কম। তবে যুক্তরাষ্ট্রের বাইরে চীনসহ অন্যান্য দেশে ভালো ব্যবসা করেছিল ছবিটি।
চীনের বাজারে টার্মিনেটর জেনিসিসের আয় ছিল ১১৩ মিলিয়ন মার্কিন ডলার। তবে সেটা ছবির ক্ষতি পুষিয়ে দিতে পারেনি।
আর সে কারণেই সিরিজটির নতুন ছবির কাজ শুরু হওয়া নিয়ে সংশয় ছিল। তবে টার্মিনেটর সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, তারা সিরিজটি নিয়ে কাজ করবে। সে হিসেবে আগামী বছরের ১৯ মে মুক্তি পেতে পারে ‘টার্মিনেটর ৬’ আর ২০১৮ সালের ২৯ জুন মুক্তি পেতে পারে ‘টার্মিনেটর ৭’।