‘সুপারম্যানে’র ভাগ্য অনিশ্চিত!
সুপারম্যান সিরিজের ছবি ‘ম্যান অব স্টিল’ চমকে দিয়েছিল সবাইকে। নির্মাতা জ্যাক স্নাইডার সুপারম্যানের পোশাকেই কেবল নন, বেশ কিছু বিষয়ে নিয়ে এসেছিলেন বিরাট পরিবর্তন। যেমন এই ছবিতেই প্রথম সুপারম্যানের অন্তর্বাস বাইরে নয়, ছিল ভেতরেই। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবি সাফল্য পাওয়ার পর পরই জানা যায় আবারো আসছে সুপারম্যান, অর্থাৎ সিক্যুয়েল। তবে বাস্তবতা এখন একটু ভিন্ন, অনিশ্চিত হয়ে পড়েছে সুপারম্যান সিক্যুয়েলের ভাগ্য।
নির্মাতা জ্যাক স্নাইডার ও অভিনেতা হেনরি ক্যাভিল জানিয়েছেন, তারা এখনো এই ছবির সিক্যুয়েল নিয়ে কাজ করতে আগ্রহী। তবে প্রযোজক চার্লস রোভেন কথা বলছেন একটু ভিন্ন সুরে।
এইস শোবিজকে প্রযোজক জানান, ম্যান অব স্টিলের সিক্যুয়েল নিয়ে চিন্তা রয়েছে তাঁদের মাথায়। তবে খুব দ্রুতই এটি মাঠে নামার সম্ভাবনা কম। নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স পরিকল্পনা করেছে ডিসি কমিক্সের অন্যান্য গল্প নিয়ে কাজ করার। সে হিসেবে ম্যান অব স্টিলের হিসাব এখন একটু পেছনের দিকেই।
তবে এখানে আসল বিষয় কিন্তু ভিন্ন। সেটা বুঝিয়ে দিয়েছেন জ্যাক স্নাইডার নিজেই। তা হলো ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’-এর ওপরেই নির্ভর করছে অনেক কিছু। ‘আমরা যদি একটা ভালো চিত্রনাট্য পাই তবে শুধু সুপারম্যানকে নিয়ে আরেকটা ছবি বানানোর ব্যাপারটা দারুণ হবে। আমার মনে হয় কাজটা করতে বেশ মজাও হবে। তবে আমরা এমনটা এখনো পর্যন্ত করিনি এই ছবিটাকে (ডন অব জাস্টিস) বিভিন্ন ক্ষেত্রে ঠিকমতো সমর্থন জোগানোর জন্যই।
অন্যদিকে অভিনেতা হেনিরি ক্যাভিল বলছেন নতুন ছবিটির সাফল্যের সম্ভাবনার সাপেক্ষই নির্ভর করছে সুপারম্যানের পরবর্তী ছবির ভাগ্য। আর সেই সঙ্গে ডিসি কমিক্সের অন্যান্য চরিত্রের বিষয় তো রয়েছেই, ‘নতুন ছবিটার সাফল্যের ওপর অনেক কিছু নির্ভর করছে। আমরা হয়তো পরিস্থিতি অনুকূলে হলে নতুন এবং শুধু সুপারমানকে নিয়ে একটা ছবির কথা বলতে পারি ওয়ার্নার ব্রাদার্সকে। তবে এটাও ঠিক যে জাস্টিস লিগ আর অন্য কিছু বিষয় নিয়ে ওদের এরই মধ্যে পরিকল্পনা রয়েছে। আসলে সময়ের হিসাব মেলানো এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়।’
‘ম্যান অব স্টিল’-এর সিক্যুয়েল আসছে কি না আসছে, তা এখনো প্রশ্নসাপেক্ষ। তবে সুপারম্যানকে কিছু অংশে হলেও নিশ্চিতভাবে দেখা যাবে আগামী বছরেই। আগামী বছরের ১৭ নভেম্বর ‘জাস্টিস লিগ : পার্ট ওয়ান’ মুক্তির ঘোষণা যে হয়ে গেছে!