কান উৎসবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ২১ ছবি
ফ্রেঞ্চ রিভিয়েরায় এখন চলছে কান উৎসবের মহা তোড়জোড়। গ্ল্যামারের ঝলক, রেড কার্পেটের দিকে সবার উৎসুক চোখ, সুন্দরীদের পোশাক—সব ছাপিয়ে চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং মর্যাদার আসর এ উৎসব। শ্রেষ্ঠ ছবির স্বীকৃতি পেতে এবারে লড়াই করছে বিভিন্ন দেশের ২১টি চলচ্চিত্র। এনডিটিভিতে পাওয়া গেল এ তালিকা। এগুলোর মধ্যেই একটি ছবি জিতে নেবে পাম ডি’অর পুরস্কার।
১. দ্য লাস্ট ফেস
ছবিটি পরিচালনা করেছেন শন পেন। মূল ভূমিকায় দেখা যাবে হাভিয়ের বারদেম ও শার্লিজ থেরনকে।
২. হুলিয়েতা
বিখ্যাত পরিচালক পেদ্রো আলমাদোভারের ছবি এটি। কানাডার লেখক অ্যালিস মুনরোর তিনটি গল্প থেকে নির্মিত হয়েছে এই ছবি।
৩. ইটস অনলি দি এন্ড অব দ্য ওয়ার্ল্ড
হাভিয়ের দোলান নির্মিত এই ছবিতে দেখা যাবে মারিয়ন কতিয়া, ভিনসেন্ট ক্যাসেল ও লিয়া সিদ্যুর মতো তারকাদের।
৪. দ্য সেলসম্যান
আর্থার মিলারের ‘ডেথ অব আ সেলসম্যান’ নাটকে অভিনয় করতে গিয়ে বাস্তব জীবন কঠিন হয়ে ওঠে দুই শিল্পীর। এমনই গল্প নিয়ে আসগর ফরহাদি নির্মাণ করেছেন ‘দ্য সেলসম্যান’।
৫. টরি এর্ডমান
‘এভরিওয়ান এলস’ খ্যাত জার্মান পরিচালক মারেন এডের নতুন ছবি এটি।
৬. লাভিং
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে ফুটে উঠেছে পঞ্চাশের দশকে বর্ণবাদের ভয়াল রূপ।
৭. প্যাটারসন
খ্যাপা পরিচালক জিম জারমুশের এই নতুন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার।
৮. আই, ড্যানিয়েল ব্লেক
বিখ্যাত পরিচালক কেন লোচের এই কমেডি ধাঁচের ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডেভ জোন্স।
৯. আমেরিকান হানি
আন্দ্রিয়া আর্নল্ডের পরিচালনায় এই ছবিতে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেতা শিয়া লেবোফকে।
১০. পার্সোনাল শপার
হরর ঘরানার এই ছবিতে দেখা যাবে ক্রিস্টেন স্টুয়ার্টকে, ফরাসি পরিচালক অলিভিয়ার আসের পরিচালনায়।
১১. দ্য হ্যান্ডমেইডেন
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নির্মাতা, ‘ওল্ডবয়’ খ্যাত পার্ক চ্যান-উকের নতুন ছবি ‘দ্য হ্যান্ডমেইডেন’। সারাহ ওয়াটার্সের ক্রাইম থ্রিলার উপন্যাস ‘ফিংগারস্মিথ’ থেকে টেলিভিশন সিরিজ হওয়ার পর এবারে হলো চলচ্চিত্র!
১২. স্ল্যাক বাই
ফরাসি নির্মাতা ব্রুনো ডুমন্টের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন জুলিয়েত বিনোশ ও ভ্যালেরিয়া ব্রুনি-তেদেশি।
১৩. গ্র্যাজুয়েশন
রোমানিয়ার ‘নিউ ওয়েভ’ আন্দোলনের পথিকৃৎ ক্রিস্টিয়ান মঙ্গুইয়ের নতুন ছবি গ্র্যাজুয়েশন। ২০০৭ সালে তিনি ‘ফোর মান্থস, থ্রি উইকস অ্যান্ড টু ডেইজ’ ছবির জন্য পাম ডি’অর জিতেছিলেন।
১৪. দি আননোন গার্ল
বেলজিয়ান পরিচালক জুরি দারদেন ভাইদের নতুন ছবি এটি। এরই মধ্যে দুবার সেরার পুরস্কার জিতেছেন তাঁরা। এবারে কি হ্যাটট্রিক হতে পারে?
১৫. এল
ডাচ পরিচালক পল ভারহোভেনের এই নতুন ছবিতে অভিনয় করেছেন ফরাসি অভিনেত্রী ইসাবেল হাপার্ট।
১৬. সিয়েরানেভাদা
তালিকায় এটি দ্বিতীয় রোমানিয়ান ছবি। পরিচালনা করেছেন ‘দ্য ডেথ অব মিস্টার লাজারেসকু’ খ্যাত ক্রিস্টি পুজু।
১৭. দ্য নিয়ন ডেমন
‘ড্রাইভ’ খ্যাত পরিচালক নিকোলাস উইন্ডিং রেফিনের নতুন হরর ঘরানার এই ছবিতে রয়েছে অজস্র চমক।
১৮. ফ্রম দ্য ল্যান্ড অব দ্য মুন
এ উৎসবে এটি মেধাবী অভিনেত্রী মারিয়ন কতিয়ার দ্বিতীয় ছবি। পরিচালনা করেছেন ফরাসি পরিচালক নিকোল গার্সিয়া।
১৯. মা’রোসা
ফিলিপাইনের পরিচালক ব্রিলান্ত মেনডোজার এই ছবিতে দেখা যাবে এক ক্ষুদ্র দোকানদার সামান্য পরিমাণ মাদক বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যায়। তারপর তার এবং তার পরিবারের ওপর নেমে আসে ভয়াবহ দুর্যোগ।
২০. স্টেয়িং ভার্টিক্যাল
ফরাসি পরিচালক আলা জেরাদির নতুন এই ছবির কাহিনী এগিয়েছে এক চলচ্চিত্র পরিচালককে নিয়েই।
২১. অ্যাকোয়ারিয়াস
এবারের উৎসবে একমাত্র লাতিন আমেরিকান ছবি এটি। পরিচালনা করেছেন ব্রাজিলিয়ান নির্মাতা ক্লেবার মেনদোনচা ফিহো। থ্রিলার ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সোনিয়া ব্রাগা।