প্রিয়াঙ্কা দুর্দান্ত এক তারকা : ডোয়াইন জনসন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/09/photo-1462793307.jpg)
টাইম ম্যাগাজিনে ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু কি তাই? প্রচ্ছদেও উঠে এসেছেন এই সাবেক বিশ্বসুন্দরী। বি টাউনের ময়দান পেরিয়ে এখন হলিউডে ব্যস্ত সময় কাটছে তাঁর। ‘বেওয়াচ’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন তারকা রেসলার ও অভিনেতা ডোয়াইন জনসন, যিনি ‘দ্য রক’ নামে খ্যাত। সহকর্মী হিসেবে, কাছে থেকে দেখার অভিজ্ঞতায় টাইমের বিশেষ সংখ্যায় প্রিয়াঙ্কাকে নিয়ে লিখেছেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা হওয়ার আগেই আমি তার নাম শুনেছি। জানতে পেরেছি যে তার নাম বলিউড থেকে বারবার ঘুরেফিরে আসছে। সে আমাকে মুগ্ধ করেছে—সে খুবই সুন্দর, মেধাবী, প্রায় ৫০টি ছবি করেছে, অজস্র পুরস্কার জিতেছে; দুর্দান্ত এক তারকা!
যখন আমাদের প্রথম যোগাযোগ হলো তখন সে ‘কোয়ান্টিকো’য় কাজ করছে। আমরা দ্রুত কথাবার্তা এগিয়েছি। তার মাঝে কাজের তাড়না, লক্ষ্য, আত্মসম্মানবোধ রয়েছে; আর সে জানে যে কঠোর পরিশ্রমের বিকল্প বলতে কিছু নেই। আমরা সব সময়ই বলি, ‘সাফল্যকে তোমার গায়ের টি-শার্টের মতো করে জড়িয়ে নিতে হবে, টাক্সেডোর (একধরনের স্যুট) মতো করে নয়।’ আর প্রিয়াঙ্কার বিষয়টা আসলেই সে রকম। সে যেমন একজন তারকা, বৈশ্বিকভাবে জনপ্রিয়, যেমন সুন্দর—সে সবকিছুকেই একান্ত করে নিতে পেরেছে।
আমি ‘বেওয়াচ’-এ তার সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। সে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকে যাচ্ছে, ব্যাপারটা আসলেই দেখার মতো। কোনো কিছু অর্জনের জন্য তার কাজ সবাইকে অনুপ্রাণিত করার মতো। যখন আমি তার দিকে তাকাই, দেখতে পাই যে সাফল্য কাকে বলে! ও যতটা কাজ করেছে তা সাফল্যেরই প্রতিফলন। কাজের প্রতি ওর একাত্মতা, আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গেই আমি ওর ক্ষমতার পরিধি দেখতে পাই। আমি দেখতে পাই যে তার কাজ এবং পরিশ্রম অসামান্য অবদান রাখতে চলেছে আমাদের জন্য।