জন্মদিনে বিচ্ছেদে আছি : বাপ্পা মজুমদার
সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)। তিনি শুধু গান গেয়েই খ্যাতি পাননি, সৃষ্টি করেছেন অসাধারণ সব সুর। টেলিভিশন উপস্থাপনাতেও তিনি সফল। আর মঞ্চে তিনি দর্শকদের মাতান সুরের মূর্ছনায়। এমন একজন শিল্পীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কথা শুরু করলাম তাঁর সঙ্গে।
প্রশ্ন : শুভ জন্মদিন। কেমন আছেন?
উত্তর : (একটু হেসে) অনেক ধন্যবাদ। ভালো আছি।
প্রশ্ন : কেমন কাটছে জন্মদিন?
উত্তর : এই তো কেটে যাচ্ছে।
প্রশ্ন : আপনাকে অসুস্থ মনে হচ্ছে।
উত্তর : আমার কাল রাত থেকে জ্বর। জ্বর নিয়েই স্টুডিওতে আসতে হলো।
প্রশ্ন : জ্বর নিয়ে স্টুডিওতে কেন?
উত্তর : বিশ্বকাপ উপলক্ষে আমরা একটি গান করছি। গানটি পরিচালনা করার পাশাপাশি আমি কণ্ঠও দিচ্ছি। আমার সঙ্গে আরো কয়েকজন শিল্পী আছেন। গানটির ভিডিও অংশটুকু আজ আমরা করব।
প্রশ্ন : জ্বর নিয়েই করবেন?
উত্তর : এ ছাড়া তো উপায় নেই।
প্রশ্ন : বিশ্বকাপ নিয়ে গানটি কে লিখেছেন?
উত্তর : গানটি লেখেছেন অভিনেতা শঙ্কর সাঁওজাল।
প্রশ্ন : গানের ভিডিও শুটিং কোথায় করা হবে?
উত্তর : শুটিং স্টুডিওর ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই হবে।
প্রশ্ন : আপনি কি রাশিফলে বিশ্বাস করেন?
উত্তর : একেবারে ফেলে দেই না।
প্রশ্ন : এর মানে আপনি রাশিফল পড়েন?
উত্তর : মাঝে মাঝে পড়ি।
প্রশ্ন : ৫ ফেব্রুয়ারি আপনার জন্মদিন। আপনি কুম্ভ রাশির জাতক। আপনার রাশিতে লেখা আছে বিচ্ছেদের সুর বাজতে পারে এ বছর। আপনার আর চাঁদনীর কি এখন বিচ্ছেদ চলছে?
উত্তর : আপাতত বিচ্ছেদেই আছি।
প্রশ্ন : মানে কি? রাশিফলের ভবিষ্যৎ বাণীর সঙ্গে মিলে গেল না কি?
উত্তর : পুরোপুরি মেলার সম্ভাবনা একেবারেই নেই।
প্রশ্ন : তাহলে?
উত্তর : আসলে চাঁদনী এখন বাসায় নেই। ও আছে থাইল্যান্ডে।
প্রশ্ন : থাইল্যান্ডে কেন?
উত্তর : একটি নাচের শো করতে গিয়েছে।
প্রশ্ন : আপনাকে কি শুভেচ্ছা জানিয়েছে?
উত্তর : হ্যাঁ জানিয়েছে।
প্রশ্ন : কীভাবে জানাল?
উত্তর : ফোনে জানিয়েছে।
প্রশ্ন : ফোনে কী বললেন চাঁদনি?
উত্তর : (একটু মৃদ হেসে) বলেছে ‘হ্যাপি বার্থ ডে’।
প্রশ্ন : আপনার ভক্তরা এফএম রেডিওগুলোর মাধ্যমে আপনাকে অনেক শুছেচ্ছা জানাচ্ছে। আপনার কেমন লাগছে?
উত্তর : সত্যি বলতে তাদের শুভেচ্ছাবার্তাগুলোই আমার জন্মদিনের সেরা উপহার। জেনে ভালো লাগল তারা আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। তাদের অনেক ধন্যবাদ।