‘ব্লাড ফাদার’ নিয়ে ফিরছেন মেল গিবসন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/15/photo-1471256375.jpg)
২০১৪ সালে তাঁকে সবশেষ পর্দায় দেখা গিয়েছিল ‘দ্য এক্সপেনডেবলস ৩’ ছবিতে। অবশ্য সেখানে অন্য অ্যাকশন হিরোদের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। এবার আস্ত এক ছবি নিয়ে হাজির হচ্ছেন ৬০ বছর বয়সী মার্কিন অভিনেতা মেল গিবসন। আগামীকাল ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে অ্যাকশন ছবি ‘ব্লাড ফাদার’।
১৯৯৫ সালে নির্মিত ‘ব্রেভহার্ট’ ছবির জন্য এখনো দর্শকদের হৃদয়ে পাকা আসন দখল করে আছেন মেল গিবসন। স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের নেতা উইলিয়াম ওয়ালেসের জীবনীভিত্তিক ছবিটি পরিচালনা করেছিলেন গিবসন নিজেই। একই সঙ্গে ছবিতে উইলিয়াম ওয়ালেসের ভূমিকাতেও অভিনয় করেন তিনি।
মেল গিবসনের নতুন ছবি ‘ব্লাড ফাদার’ পরিচালনা করেছেন জঁ ফ্রাসোয়া রিসেত। পিটার ক্রেইগের একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন পিটার ক্রেইগ ও আন্দেরা বারলফ। ৮৮ মিনিট দৈর্ঘ্যের ছবিটি গত ২১ মে কান চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হয়।
ছবিতে সাবেক গ্যাংস্টার ও জেলখাটা আসামি জন লিংকের ভূমিকায় অভিনয় করেছেন মেল গিবসন। ছবির গল্পে দেখা যাবে, লিংকের মেয়ে লিদিয়া তার প্রেমিককে খুন করে পালিয়ে যায়। বাবার সঙ্গে অনেকদিন কোনো যোগাযোগ না থাকলেও বাঁচার জন্য বাবার কাছেই ফিরে আসে সে। লিদিয়ার প্রেমিক ছিল একজন মাদক পাচারকারী। তার লোকেরা লিদিয়াকে খুন করার জন্য খুঁজতে থাকে। কিন্তু লিদিয়া আর মাদক পাচারকারীদের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় জন লিংক।
ছবিতে লিদিয়ার ভূমিকায় অভিনয় করেছেন ইরিন মরিয়ার্টি। অনেকদিন পর পর্দায় ধুন্দুমার অ্যাকশন চরিত্রে পাওয়া যাবে মেল গিবসনকে। ছবির ট্রেইলারে গিবসনের অ্যাকশন দেখে তাঁর বয়স বোঝার কোনো উপায় নেই!