নেপালে শুটিং ইউনিট
ফিরতে গিয়েও আবার আটকা তারকারা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/26/photo-1430039220.jpg)
দেশে ফিরতে গিয়েও থেমে যেতে হলো নেপালে অবস্থানরত বাংলাদেশি তারকাদের। আজ রোববার নেপাল এবং ভারতের উত্তরাঞ্চল আবারও কেঁপে উঠেছে ভূমিকম্পে। ঢাকার উদ্দেশে রওনা দিতে গিয়েও আবার আটকা পড়েছেন তাঁরা।
আজ দুপুরে ভূমকম্পন অনুভূত হওয়ার পর বাংলাদেশ সময় দুপুর ১টা ৬ মিনিটে নেপালের কাঠমান্ডু থেকে অভিনেতা কল্যাণ কোরাইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘ভূমিকম্প এখনো চলছে। ঢাকা রওনা দিয়েও থেমে গেলাম। ঈশ্বর আমাদের সাহায্য করুন।’
একই শুটিং ইউনিটের সাথে থাকা অভিনেত্রী এবং মডেল নোমিরা পরপর দুটি স্ট্যাটাস লেখেন ‘আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্ সবাইকে রক্ষা করো।’ ‘ইয়া আল্লাহ্।’
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর কল্যাণ ও নোমিরাকে আর অনলাইনে পাওয়া যায়নি।
গতকাল শনিবার দুপুরে নেপালে ভূমিকম্পের সময় ‘হলিডে’ ধারাবাহিক নাটকের জন্য শুটিং করছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, কল্যাণ কোরাইয়া, রুনা খান, নোমিরাসহ আরো অনেকে।
ভূমিকম্পের পর অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁদের নিরাপত্তা। পরে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে আশ্রয় নেন তাঁরা।