ব্রিটনির গান প্রিয়াঙ্কার গলায়, সঙ্গে জোডি ফস্টার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/23/photo-1471957527.jpg)
প্রিয়াঙ্কা চোপড়াকে এখন তো আর শুধু বলিউড তারকা বলা যায় না। হলিউডের ময়দানেও রীতিমতো তারকা তিনি। আর সেই পরিচয়টিকে সবভাবে প্রতিষ্ঠিত করতে কোনো রকমের ছাড় দিচ্ছেন না তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই পরিচয়টি প্রতিষ্ঠিত করতে চালিয়ে যাচ্ছেন সব অভিনব ব্যক্তিগত প্রচারণা। এনডিটিভির খবরে পাওয়া গেল, পপতারকা ব্রিটনি স্পেয়ার্সের একটি গান গেয়েছেন তিনি, সঙ্গে আবার ছিলেন হলিউড কাঁপানো অভিনেত্রী জোডি ফস্টার।
২০০৩ সালে ব্রিটনি স্পেয়ার্সের জনপ্রিয় গান ‘টক্সিক’ মুক্তি পেয়েছিল। ‘ইন দ্য জোন’ অ্যালবামের এই গানটি ‘বেস্ট ড্যান্স রেকর্ডিং’ ক্যাটাগরিতে জিতে নিয়েছিল গ্র্যামি অ্যাওয়ার্ড। এ ছাড়াও বেশ কিছু পুরস্কার পেয়েছিল জনপ্রিয় এই গানটি।
প্রিয়াঙ্কা বা জোডি অবশ্য খুব প্রস্তুতি নিয়ে বা গুরুত্ব দিয়ে গানটি পারফর্ম করেননি। স্রেফ মজা করে গেয়েছেন আর তার মাঝে নিজেরা কথা বলেছেন। এতে কোনো ধরনের মিউজিকও ব্যবহার করা হয়নি।
‘ডব্লিউ’ ম্যাগাজিনের এক বিশেষ আয়োজনেই প্রিয়াঙ্কা আর জোডির এই পারফর্ম্যান্স। গানটি এর পরে ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে সবার জন্য।
প্রিয়াঙ্কা চোপড়া ও জোডি ফস্টারের পারফর্ম করা ‘টক্সিক’ গানটি দেখতে ক্লিক করুন এই ইউটিউব লিংকে—
ব্রিটনি স্পেয়ার্সের মূল গানটিও শুনে নিতে পারেন এই লিংক থেকে—