চতুর্থ সিজনে গড়াবে ‘নার্কোস’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/08/photo-1473337561.jpg)
ড্রাগলর্ড পাবলো এসকোবার আর পুলিশের ইঁদুর-বেড়াল খেলা দ্বিতীয় সিজনেই শেষ হয়ে যাচ্ছে না। প্রথম সিজনের শেষে অনেকেই মনে করেছিল, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজ হয়তো দ্বিতীয় সিজনেই শেষ হতে যাচ্ছে। তবে হলিউড রিপোর্টারের খবর বলছে ভিন্ন কথা। দ্বিতীয় সিজনের পর আরো দুটি সিজন তৈরির পরিকল্পনা এরই মধ্যে পাকাপোক্ত করে ফেলেছেন নির্মাতারা।
তৃতীয় ও চতুর্থ সিজন নিয়ে দ্রুত কাজ গুছিয়ে ফেলছে নেটফ্লিক্স। প্রথম ও দ্বিতীয় সিজনে পাবলো এসকোবারের উত্থান ও পতন দেখানো হলেও কাহিনী আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। আর এই গল্প হবে সত্য ঘটনাকে ভিত্তি করেই—জানিয়েছেন ‘নার্কোস’-এর নির্বাহী প্রযোজক এরিক নিউম্যান।
ওয়াগনার এভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কেবল ম্যাডেলিন কার্টেল আর এর হোতাকে (এসকোবার) নিয়েই এই সিরিজের ব্যাপ্তি নয়, এতে আসবে আরো আড়ালের ঘটনা। ‘দেখুন এই সিরিজটা হচ্ছে কোকেন নিয়ে, আর কোকেন এসকোবারকে ছাড়িয়েও আরো এগিয়ে গেছে। আমাকে নির্মাতারা যত দূর যেতে দেবেন আমিও তত দূর পর্যন্ত এগোতে থাকব।’ বলেন এরিক।
নতুন দুই সিজনে নির্বাহী প্রযোজক হিসেবে এরিকের সঙ্গে হোসে পাদিলহাও থাকছেন। তবে ওয়াগনার মোরাকে (এসকোবারের চরিত্র রূপায়নকারী) আবারও দেখা যাবে কি না, এ বিষয়ে কিছু জানা যায়নি। ওয়াগনারের দুর্দান্ত পারফর্ম্যান্সই মূলত সিরিজটিকে জনপ্রিয়তার এই পর্যায়ে নিয়ে গেছে ভক্তদের কাছে।
কলম্বিয়ান ড্রাগলর্ড পাবলো এসকোবারের অপরাধ জীবন, উত্থান, সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মাদকের করাল বিস্তার নিয়েই এগিয়েছে ‘নার্কোস’-এর কাহিনী।