জন্মদিনে নওশাবা
আজ ৮ মে অভিনেত্রী নওশাবার জন্মদিন। ছোটবেলায় বাবার হাত ধরে জন্মদিনে শিশু পার্ক, চিড়িয়াখানায় ঘুরে বেড়াতেন তিনি।
জন্মদিনে এনটিভি অনলাইনকে নওশাবা বলেন, ‘জন্মদিনে আমি অনেক হাসি-খুশি থাকি। সাদা শাড়ি পরে অনেক সাজগোজ করি। পায়ে আলতাও দিই। পুরোপুরি বাঙালি সাজে নিজেকে সাজাই।’
নওশাবার মেয়ে প্রকৃতির বয়স আড়াই বছর। অভিনয় আর মেয়েকে ঘিরে নওশাবার সব স্বপ্ন। প্রতিটি জন্মদিনে নওশাবা নতুন ফুলগাছ কিনে বাসার টবে লাগান। এবারও তাই করবেন।
মেয়েকে নিয়ে নওশাবা বলেন, ‘আমার মেয়ে প্রকৃতিকে পেয়ে আমি অনেক খুশি। প্রকৃতি জন্ম নেওয়ার পর মনে হয়েছে, আমি একজন সম্পূর্ণ মানুষ।’
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত নওশাবা। ছোটবেলায় ‘ছিন্নপত্র’ বইটা পড়ার পর সব সময় চিন্তা করেছেন পুরো পৃথিবী ঘুরে বেড়াবেন। সে জন্য টাকাও জমিয়েছিলেন তিনি। কিন্তু সেই টাকা বেশিদিন জমিয়ে রাখতে পারেননি। তবে নওশাবার প্রবল ইচ্ছা, পুরো পৃথিবীর সৌন্দর্যটা চোখে দেখার।
নওশাবা বলেন, ‘রবীন্দ্রনাথের ছোটগল্প পড়ার পর মনে হয়, আমি একজন শক্তিশালী নারী। আমাকে দিয়ে অনেক কিছু সম্ভব। বলতে পারেন, বাঙালি নারীর জন্য রবীন্দ্রনাথ একটা শক্তি। আমি সব সময় তাঁর লেখা পড়ে অনুপ্রাণিত হই।’