সন্তান এলো আসিফ নজরুল -শীলার ঘরে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, বিশিষ্ট কলাম লেখক আসিফ নজরুল আবার বাবা হয়েছেন। তাঁর দ্বিতীয় স্ত্রী শীলা আহমেদ একটি মেয়েসন্তানের জন্ম দিয়েছেন।
ফেসবুকে এক স্টাটাসে আসিফ বলেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহ শীলা ও আমাকে একটি কন্যাশিশু দিয়েছেন। ৭ মে, ২০১৫ ল্যাবএইড হাসপাতালে তার জন্ম হয়। দুজনই এখন ভালো আছে।’
স্ট্যাটাসের সঙ্গে আসিফ নবজাতকের ছবিও আপলোড করেছেন। তিনি দোয়া চেয়ে বলেছেন, ‘আমরা আশা করি, আপনাদের দোয়া ও শুভকামনা সব সময় তার সাথে থাকবে।’
প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদের সাথে আসিফ নজরুলের বিয়ের খবর প্রথম প্রকাশিত হয় ২০১৩ সালের ডিসেম্বরের শেষ দিকে। এর আগে অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীর সাথে বিয়ে হয়েছিল আসিফ নজরুলের। সেই সংসারেও একটি মেয়েসন্তান রয়েছে।