হুগলির ‘দাউদ ইব্রাহিম’ মোশাররফ করিম, এসেছে ঝলক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/24/mosharraf-karim-1-da22e422ef47d0a4f92029f2db85503f_1.jpg)
হুগলির দাউদ ইব্রাহিমখ্যাত হুব্বা শ্যামলের জীবনের গল্প নিয়ে পটিলিক্যাল থ্রিলার সিনেমা ‘হুব্বা’ নির্মাণ করছেন নির্মাতা ব্রাত্য বসু। যেখানে এই হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। ২০২১ সালের মে মাসে জানা গিয়েছিল এই খবর।
এবার সিনেমাটির ঝলক এসেছে। ফার্স্টলুক দিয়ে প্রচারণা পর্ব শুরু করলেন নির্মাতা-প্রযোজকরা। ফার্স্টলুকে দেখা গেলো, গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে হাসছে হুব্বা, হাতে রয়েছে পিস্তল। তার দুই পাশে আটজন সহকারী একই ভঙ্গিমায় তাকিয়ে।
জানা গেছে, নব্বই দশকের শেষ দিকে আবির্ভূত হন এই হুগলির দাউদ ইব্রাহিমখ্যাত হুব্বা শ্যামল। হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন হুব্বা শ্যামল। খুন, অপহরণ, ড্রাগ পাচারের ৩০টি মামলা ছিল তাঁর বিরুদ্ধে, পুলিশের হাতে তিনবার গ্রেপ্তার হয়েও জামিনে ছাড়া পান তিনি।
ফার্স্টলুক এলেও আপাতত সিনেমাটির মুক্তির তারিখ জানানো হয়নি। তবে শিগগিরই এটি পর্দায় আসতে চলেছে বলে জানালেন সংশ্লিষ্টরা।
২০০৫ সালে সল্ট লেক থেকে হুব্বার অতি নাটকীয় গ্রেপ্তারির কথা আজও অনেকেই মনে রেখেছেন। ৭০টি মোবাইল ফোন ব্যবহার করতেন তিনি। এই ডন ২০০৯ সালে লোকসভা নির্বাচনে স্বাধীনভাবে ভোটেও দাঁড়িয়েছিলেন, যাতে বেজায় বিপাকেও পড়েছিল শাসক দল। পরবর্তী সময়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। ২০১১ সালে বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের পচগলা দেহ ভেসে ওঠে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তাঁর।
এর আগে মোশাররফ করিম নির্মাতা ও পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন। এটি ছিল তাঁর প্রথম কলকাতার সিনেমা।