ভুলবশত ‘গট ম্যারিড’ অপু বিশ্বাস
রোববার বেলা ৩টা ৪৫ মিনিটে ফেসবুকে ‘গট ম্যারিড’ স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। সাথে সাথে নতুন বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও এই শুভেচ্ছা জানানো গিয়েছিল মিনিট পাঁচেক।
এরপর ‘গট ম্যারিড’ স্ট্যাটাস ফেসবুক থেকে সরিয়ে ফেলেন অপু বিশ্বাস। কারণ কী?
বাব খুঁজতে অপু বিশ্বাস জানালেন মজার ঘটনা। অপুর ভাষায়, ‘হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।’
গুঞ্জন আছে, শাকিব খান ইতোপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেই সূত্রে নিজের স্পাউস হিসেবে অপু বিশ্বাস ও পুত্র জয়কে নিয়ে যাচ্ছেন সেই দেশে। হয়তো সেখানেই ফের সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা। যেটায় ছেদ পড়েছিল ২০১৮ সালে; বিবাহবিচ্ছেদের মাধ্যমে।
শাকিব খান স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।