নৌকায় চড়ে আসবে বর, রোববার পরিণীতির বিয়ে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/22/parineeti_chopra.jpg)
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডার বিয়ে আগামী (২৪ সেপ্টেম্বর) রাজস্থানে উদয়পুরের দ্য লীলা প্যালেসে উদয়পুরের তাজ লেকে অনুষ্ঠিত হবে। গত ১৩ মে দিল্লিতে এই দম্পতির বাগদান হয়েছে।
ইতোমধ্যেই দিল্লিতে রাঘবের বাসভবন সেজে উঠেছে। অন্যদিকে, আলোয় ঝলমল করছে মুম্বাইয়ে পরিণীতির বাড়িও। নৌপথে আসবে বরযাত্রী, নৌকায় চড়ে আসবেন রাঘব।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার (২৩ সেপ্টেম্বর) ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে দুপুর থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তারপর থাকছে নব্বই দশকের আদলে একটি থিম পার্টি। রোববার (২৪ সেপ্টেম্বর) রাঘবের ‘সেহরাবন্দি’র মাধ্যমে শুরু হবে বিয়ের অনুষ্ঠান।
বুধবার রাঘবের বাড়িতে বসেছিল সুফি গানের আসর। সেখানে দেখা মিলেছে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থকে। প্রি-ওয়েডিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২৩ সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখবেন প্রিয়াঙ্কা চোপড়া। বোনের বিয়ের জন্য সোজা উদয়পুরেই পৌঁছে যাবেন তিনি। এরপর বিয়ের সব অনুষ্ঠানেই দেখা যাবে তাঁকে। সঙ্গে নিয়ে আসবেন মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকেও। তবে ‘জোনাস ব্রাদার্স’-এর অনুষ্ঠান ছেড়ে নিক আদৌ আসতে পারবেন কি-না শ্যালিকার বিয়েতে, তা নিয়ে এখনও জল্পনা রয়েছে।
রাঘব ও পরিণীতির বিয়ের জন্য সেজেছে একাধিক বিলাসবহুল হোটেল। হোটেল লেক প্যালেস তার মধ্যে অন্যতম। ওই হোটেল থেকেই নাকি নৌপথে বরযাত্রী যাবে লীলা প্যালেসে। নৌকায় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসবেন রাঘব। দুপুর সাড়ে ৩টার মধ্যে মালাবদল করবেন পরিণীতি ও রাঘব। তারপরেই সাতপাকে ঘুরবেন তাঁরা। ‘আ পার্ল হোয়াইট ওয়েডিং’-এর মাধ্যমে চার হাত এক হবে এই যুগলের। বিয়ের দিনই সন্ধ্যায় লীলা প্যালেসে অনুষ্ঠিত হবে নবদম্পতির রিসেপশনও। বিয়ের মণ্ডপসজ্জার জন্য কলকাতা ও দিল্লি থেকে যাচ্ছে বিশেষ ফুল।