শাকিব খান আউট, শরিফুল রাজ ইন : নায়িকা ইধিকা পাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/22/kobi_movie.jpg)
অবশেষে একটা গতি হচ্ছে ‘কবি’র। পরিচালক হাসিবুর রেজা কল্লোলের এই সিনেমা ঘোষণাতেই আটকে ছিল কয়েক বছর। তবে ঘোষণার সময় গল্পটা এমন ছিল, হাতিরঝিলে গাড়িতে বসে এই সিনেমার গল্প শুনে নিজেই সিনেমাটি প্রযোজনা করতে চেয়েছিলেন শাকিব খান।
কিন্তু এত বছরে সেই গল্প আর জমেনি শাকিব ও কল্লোলের মাঝে। তবে এবার নতুন খবর এসেছে, শাকিবের পরিবর্তে এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ। খাতা কলমের কাজ সেরে এখন চিত্রনাট্যে মন দিয়েছেন এই নায়ক। চলতি মাসে পরিচালকের সঙ্গে কলকাতাও যাচ্ছেন নায়ক।
কারণ, শুটিংয়ের একটা বড় অংশ সেখানে হচ্ছে আর নায়িকাও সেখানকার। পরিচালক এই সিনেমায় নায়িকা নিয়েছেন ইধিকা পালকে। যার একমাত্র সিনেমা শাকিবের সঙ্গে, ‘প্রিয়তামা’।
এসব খবর এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। তবে পরিচালক, নায়ক আর নায়িকার এখনই এই বিষয়ে কোন মন্তব্য নেই।
হাসিবুর রেজা কল্লোল এর আগে ‘সত্তা’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেছেন শাকিব খানকে নিয়ে।