ইন্সটাগ্রামে ৫ মিলিয়ন অনুসারীর ক্লাবে তানজিন তিশা
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ভীষণ জনপ্রিয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিতই ইন্সটাগ্রামে বিভিন্ন ধরনের ছবি, ভিডিও ও কনটেন্ট পোস্ট করেন এই অভিনেত্রী।
কোন অভিনেত্রীর কেমন অনুসারী বর্তমানে তারকাদের জনপ্রিয়তার মাপকাঠি এটাও। অভিনয়ের পাশাপাশি এ মাপকাঠিতেও পিছিয়ে নেই অভিনেত্রী তানজিন তিশা। এই প্লাটফর্মে তার ফলোয়ার সংখ্যা পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ ছাড়াল।
রোববার (০৫ নভেম্বর) রাতে এই অর্জন প্রসঙ্গে তানজিন তিশা ইন্সটাগ্রামে এক পোস্টে লেখেন, ‘ইনস্টাগ্রামে পাঁচ মিলিয়ন অনুসরণকারীদের ধন্যবাদ।’ এই অর্জনে তানজিন তিশা ঘরোয়া আয়োজনে কেক কেটে উদযাপন করেন।