শিল্পী সমিতির নির্বাচন কবে জানালেন নিপুণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/29/nipun_fdc_1.jpg)
বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে চিত্রনায়িকা নিপুণ আক্তার। ছবি : এনটিভি অনলাইন
জাতীয় নির্বাচনের সাথে সাথে শিল্পী সমিতির নির্বাচনও আসন্ন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষদিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। জাতীয় নির্বাচনের পর আগামী বছরের ৮ ফেব্রুয়ারিতে ঠিক সময়ে শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আশা করছি কেউ কথা বলার সুযোগ পাবে না।
তিনি আরও বলেন, শিল্পী সমিতির নির্বাচনে গতবারও আমার প্যানেলে চমক ছিল। এবারও থাকবে। আগামী নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব।
২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।