‘রেইড’ এর সিক্যুয়েল আনছেন অজয়

সিনেমাটির পোস্টার। ছবি : ফেসবুক থেকে নেওয়া
২০১৮ সালে মুক্তি পেয়েছিল অজয় দেবগনের ‘রেইড’। যেটি বক্স অফিসে বেশ ভালো সাড়া পেয়েছিল। ফলে সেই সাফল্যের হাত ধরে গেল বছর ঘোষণা এসেছিল এর সিক্যুয়েল নির্মাণের। এবার মুম্বাইয়ে শুরু হলো আসন্ন সেই সিনেমার শুটিং।
বলিউড লাইফের খবর, ‘রেইড’ সিমেনাতে অজয় দেবগণকে একজন আইআরএস অফিসার অময় পট্টনায়কের চরিত্রে দেখা গিয়েছিল। যেটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। এর দ্বিতীয় কিস্তিতেও একই চরিত্রে দেখা যাবে তাকে।
সিনেমাটি পরিচালনা করবেন রাজকুমার গুপ্ত, যিনি ‘রেইড’ পরিচালনা করেছিলেন এবং প্রযোজনায় থাকছেন কুমার মাঙ্গত। টি-সিরিজ ও প্যারানোমা স্টুডিওর ব্যানারে নির্মিতব্য এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৫ নভেম্বর।
‘রেইড ২’ ছাড়াও অজয়ের হাতে রয়েছে ‘সিংহাম ৩’, ‘গোলমাল ৫’ ছাড়াও আরো বেশ কিছু সিনেমা।