ব্যস্ততার মধ্যেই নুসরাতের জন্মদিন পালন, কী করলেন দিনভর?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/09/nusraat.jpg)
সাধারণত জন্মদিনে পেশাগত কাজ থেকে ছুটিই নেন তারকারা। প্রত্যেকেই চান নিজের মতো করে দিনটি কাটাতে। সোমবার ছিল অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানের জন্মদিন। বিশেষ দিনটি একটু অন্যভাবে পালন করলেন অভিনেত্রী।
সোমবার অভিনেত্রীর জন্মদিনেই প্রকাশ্যে এলো ‘মেন্টাল’ সিনেমার ট্রেলার। নিজেদের প্রযোজনা সংস্থার অধীনে এটাই যশ এবং নুসরাতের প্রথম সিনেমা। নুসরাত বললেন, ‘জন্মদিনে সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে। এটা আমার জন্য একটা দারুণ উপহার। অনেকেই ফোন করে ট্রেলারের প্রশংসা করেছেন। ভাল লাগছে।’
সিনেমার ট্রেলারে যশের অ্যাকশন অবতার ধরা পড়েছে। পুলিশ অফিসারের চরিত্রে অভিনেতাকে দুষ্টের দমন করতেই দেখা যাচ্ছে। নিজের অভিযানে তাঁর সঙ্গে রয়েছেন নুসরাত।
জন্মদিনের সকালেই নিজের লোকসভা কেন্দ্র বসিরহাটে হাজির হয়েছিলেন নুসরাত। সেখানে বসিরহাট কলেজে ন্যাক-এর সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে বই-খাতা এবং চকলেট বিতরণ করেন অভিনেত্রী। তাদের উপস্থিতিতেই কেক কেটে জন্মদিন পালন করেন তিনি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/01/09/nusraat_jahan.jpg)
তবে নিজের লোকসভা কেন্দ্র ছাড়া আলাদা করে জন্মদিন উপলক্ষে কোনো পরিকল্পনা করেননি বলেই জানালেন নুসরত। বললেন, ‘আমরা সত্যিই আলাদা করে কিছু পরিকল্পনা করিনি। কারণ এখন আমরা ‘মেন্টাল’ সিনেমা নিয়ে ব্যস্ত।’ যশের বক্তব্যেও একই সুর।
অভিনেতা বললেন, ‘এবার আমরা এতটাই ব্যস্ত যে, উদযাপনের সমস্ত পরিকল্পনা বাঁচিয়ে রেখেছি। ইতোমধ্যেই সিনেমার প্রচারে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। প্রথম প্রযোজনা বলেই কোনো রকম ফাঁক রাখতে চাইছি না। আগে সিনেমা মুক্তি পাক, তারপর সকলে মিলে ভাল সময় কাটানো যাবে।’