‘মন ছুঁয়ে গেল’, বছর শেষে নতুন অভিজ্ঞতা নুসরাতের
অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের লাইট-ক্যামেরা-অ্যাকশনের পাশাপাশি এমন অনেক গুণও রয়েছে, যা সকলেরই অজানা। কেউ জমিয়ে রান্না করতে পারেন। কারও আবার হাতের কাজ অসাধারণ। নুসোত ভালো রান্না করেন এ কথা অনেকেই জানেন। তার হাতের আঁকাও অসাধারণ। তবে এবার নতুন একটি বিষয় তৈরি করতে দেখা গেল অভিনেত্রীকে। বড়দিন থেকেই হলো তার সূচনা।
সামাজিক পাতায় একটি ভিডিও পোস্ট করেছেন নুসরাত। কমলা ও দারুচিনি দিয়ে তৈরি হচ্ছে মোমবাতি। প্রথমবার নিজের হাতে তৈরি করলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করলেন অভিনেত্রীর অভিজ্ঞতা। ‘একটা কথা বলতেই হবে আমার দারুণ লেগেছে।’ মন দিয়ে রঙিন এই মোম তৈরি করেছেন নুসরাত। ক্রিসমাসের সময় এটা তার একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা।
ভিডিওতে দেখা যাচ্ছে আনন্দে আত্মহারা অভিনেত্রী। মন দিয়ে মোমবাতি তৈরি করছেন তিনি। এক্সপার্টের থেকে নিলেন স্পেশাল টিপস। দিন দু’য়েক আগে অভিনেত্রীকে দেখা গিয়েছে বড়দিন উদযাপন করতে। লাল রঙের পোশাকে সান্তাক্লজের টুপি পরে দেখা গিয়েছে নুসোতকে। ছেলে ইশানের মুখ দেখা না গেলেও, ক্রিসমাস ট্রি-এর সঙ্গে ছবি শেয়ার করেছেন নুসরাত। বর্তমানে তাঁদের সিনেমা ‘আড়ি’র শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। ২০২৫ সালের নববর্ষে মুক্তি পাবে সিনেমাটি।