তারকাদের ঈদ
কোন তারকা কোথায় ঈদ করছেন জানুন

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে ঈদের আনন্দে মেতে উঠবে দেশের সব শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দেশের সব শ্রেণি-পেশার ইসলাম ধর্মাবলম্বীরা আজ পালন করছে পবিত্র ঈদুল ফিতর। এবার ঈদ কাটবে কারও প্রিয়জনদের সঙ্গে, কারও কাটবে কর্মব্যস্ততার মধ্য দিয়ে। বিশেষ এ দিনটিকে ঘিরে সবারই আলাদা পরিকল্পনা থাকে। ব্যতিক্রম নন শোবিজ তারকারাও। ঈদের দিন তারকারা ব্যস্ত থাকেন প্রেক্ষাগৃহে নিজেদের সিনেমার মুক্তি নিয়ে। চলুন এক নজরে জেনে নিই দেশের কোন তারকা কোথায় ঈদ উদযাপন করছেন।
শাকিব খান
এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই তারকার ‘রাজকুমার’ সিনেমা। যে কারণে ঈদের দিন গুলশানে নিজ বাড়িতেই আছেন শাকিব। সেখানে সময় দেবেন পরিবারের সদস্যদের।
অনন্ত জলিল
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল এবার ঈদ উদযাপন করছেন তুরস্কে। বর্তমানে সপরিবারে সেখানেই রয়েছেন এই অভিনেতা।
অপু বিশ্বাস
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসও এবারের ঈদ ঢাকাতেই উদযাপন করছেন। কয়েকদিন আগেই ভারত থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে নিজের বাড়িতেই অবস্থান করছেন।
শবনম ইয়াসমিন বুবলী
ঈদে এই নায়িকার দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যার কারণে ঈদের সময়টা সিনেমার প্রচারেই কাটাচ্ছেন বুবলী। ঈদের দিনটি ঢাকার উত্তরায় পরিবারের সঙ্গে কাটাবেন।
পরী মণি
কলকাতার ‘ফেলুবকশি’ সিনেমার শুটিং শেষে গেল মঙ্গলবার ঢাকায় ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। ছেলে পূণ্যকে নিয়ে ঈদুল ফিতর ঢাকাতেই কাটাবেন তিনি। এরপরে গ্রামের বাড়ি বরিশালে যেতে পারেন।
বিদ্যা সিনহা মিম
এবারের ঈদ সিঙ্গাপুরে কাটবে লাক্সসুন্দরী মিমের। ঈদ উদযাপনে সম্প্রতি পরিবারের সদস্যদের নিয়ে উড়াল দিয়েছেন সিঙ্গাপুরে। যেহেতু এই ঈদে নায়িকার কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না, ফলে ঈদের সময়টুকু পরিবারকেই দিতে চেয়েছেন মিম। সে কারণেই মায়ের ইচ্ছাতে সিঙ্গাপুর যাত্রা।
মাহিয়া মাহি
ছেলে ফারিশকে নিয়ে ঢাকাতেই ঈদ উদযাপন করবেন মাহিয়া মাহি। উত্তরাতে নিজ বাসাতেই ঈদের সকালের শুরুটা করবেন অভিনেত্রী। মাহি বলেন,
নিরব হোসেন
প্রতিবারের মতো এবারের ঈদও ঢাকায় কাটাবেন নিরব। ঈদের দিন স্ত্রী ও দুই কন্যার সঙ্গে কাটাবেন তিনি। ঈদের ছুটিতে সিনেপ্লেক্সে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখবেন বলেও জানিয়েছেন নিরব।
জায়েদ খান
এই চিত্রনায়কেরও ঈদ কাটবে ঢাকাতেই। ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’। ঈদের দিন সিনেমাটি দেখতে লায়ন সিনেমাস ও ব্লকবাস্টার সিনেমাসে হাজির হতে পারেন তিনি।
আসিফ আকবর
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবারের ঈদ ঢাকাতেই করবেন। তিনি বলেন, ‘ঈদের দিন হয়তো ঢাকা থাকতে পারি। আর পরের দিন কুমিল্লায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিওর না। ঢাকা-কুমিল্লা মিলিয়ে ঈদ করতে ভালোই লাগে।’
জিয়াউল ফারুক অপূর্ব
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও এবারের ঈদ ঢাকায় করছেন। তিনি বলেন, ‘এবারের ঈদ ঢাকাতেই করা হবে। সেরকম ভাবেই পরিকল্পনা করেছি। বেশকিছু শুটিংও রয়েছে ঈদের আগ পর্যন্ত। সেগুলো শেষ করে ঈদের পর হয়তো দেশের বাইরে যেতে পারি।’
মেহজাবিন চৌধুরী
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বরাবরের মতো এবারও ঢাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।
তাসনিয়া ফারিণ
ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এবার ঈদ উদযাপন করছেন তুরস্কে। বর্তমানে সেখানেই রয়েছেন স্বামী শেখ রেজওয়ানের কাছে। ঈদ করে তারপর দেশে ফিরবেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারিণ নিজেই জানান। কিছুদিন আগে তিনি কলকাতা থেকে সেরা নবাগতা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। সেটি গ্রহণ করে কলকাতা থেকেই তুরস্কে উড়াল দেন।
প্রার্থনা ফারদিন দীঘি
এবারের ঈদ ঢাকায় নিজ বাসাতে ও বন্ধুদের সঙ্গে কাটাবেন ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।