শিল্পী সমিতির নির্বাচন
কী কারণে ক্ষেপলেন হাসান জাহাঙ্গীর

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) নিরাপত্তার দরকার আছে তবে, এতটা দরকার নেই। ভোটারের চেয়ে প্রশাসন বেশি। এখানে তো সন্ত্রাসী নেই, এত প্রশাসন থাকবে কেন?
আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল বিএফডিসি প্রাঙ্গণে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা হাসান জাহাঙ্গীর।
নির্বাচনে উৎসবমুখর পরিবেশ ঠিক রাখতে ও সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুরো এফডিসিজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করার বিষয়ে তিনি বলেন, ‘এফডিসিতে নিরাপত্তার দরকার আছে তবে, এতটা দরকার নেই। ভোটারের চেয়ে প্রশাসন বেশি। এত প্রশাসন দরকার নেই তো। শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে মিলনমেলা। দুই বছর পরপর ভোটের দিন উৎসবে মেতে উঠেন শিল্পীরা। কিন্তু এফডিসিতে এসে এসব কি দেখছি। এখানে তো সন্ত্রাসী নেই, এত প্রশাসন থাকবে কেন?’
২১ সদস্য বিশিষ্ট কমিটির এ নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুইটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।
এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।