আমি নিজেই আমার পেজ ডিঅ্যাক্টিভ করে রেখেছি : জীবন
কোমল পানীয় কোকাকোলার বিজ্ঞাপনে কাজ করে বিতর্কে পড়া অভিনেতা শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ দেখা যাচ্ছে না। ফেসবুকের একটি গ্রুপের দাবি, জীবনের পেজটি তারা সাইবার হামলার মাধ্যমে সরিয়ে দিয়েছে। এ ছাড়াও বিজ্ঞাপনের কাজে বিতর্কিত আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে গ্রুপটি।
তবে বিষয়টি অস্বীকার করেছেন শরাফ আহমেদ জীবন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাকে হুমকি দিচ্ছে অথচ আমি নিজেই জানি না, এটা হাস্যকর। কেউ আমার পেজে সাইবার হামলা করেনি বরং আমি নিজেই আমার পেজটি ডিঅ্যাক্টিভ করে রেখেছি।’
জীবন আরও বলেন, ‘আমি ফেসবুকে খুব বেশি সক্রিয় না। কাজ করেই সময় পাই না। কে, কি বলল- এসব আমার দেখার সময় নেই। আমি কাজের মধ্যেই থাকতে চাই। আর দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে চাই।’
কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তখন অভিনেতা শরাফ আহমেদ জীবন এক পোস্টে লেখেন, ‘আমি কোথাও ইসরাইলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরাইলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’ তবে জীবনের এমন পোস্টের পরেও থামেনি বিতর্ক।