ধারাবাহিকটার মূল গল্প আমাকেই ঘিরে এটাই বড় প্রেশার : জীবন
তিনি মূলত নির্মাতা, ঘটনাক্রমে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা হিসেবে। যার কথা হচ্ছে তিনি শরাফ আহমেদ জীবন। সম্প্রতি এনটিভিতে শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘ফাউল জামাই’। যেখানে প্রধান চরিত্রে কাজ করছেন তিনি।
নতুন এই ধারাবাহিক প্রসঙ্গে শরাফ আহমেদ জীবন বলছেন, তাইফুর জাহান আশিকের সঙ্গে এর আগে একটি কাজ হয়েছিল মোশাররফ করিম ভাইয়ের রেফারেন্সে। নির্মাতা হিসেবে তিনি বেশ ভালো। আর এই ধারাবাহিকের চিত্রনাট্য দারুণ। বিশেষ করে সংলাপ। এখনকার টিভি নাটকগুলোর সংলাপে খুব একটা বিশেষত্ব থাকে না। তবে ‘ফাউল’-এর সংলাপ খুব ভালো। আর দর্শকের সাড়া এখনো বোঝার চেষ্টায় আছি। সবে তো প্রচার শুরু হয়েছে। আরো কিছু পর্ব আসুক, তারপর বোঝা যাবে।
শরাফ আহমেদ জীবন আরও বলছেন, ধারাহিকের গল্পের ধারবাহিকতটা টেনে নিয়ে যাওয়া কঠিন। তরুণ নির্মতা আশিক সেটা দারুণভাবেই পেরেছেন বলে আমার বিশ্বাস। নাটকটির মূল গল্পটি আমাকেই ঘিরেই। এটা আমার জন্য বড় প্রেশারই ছিল। জানিনা এমন চরিত্রটি দিয়ে দর্শকদের কতটা ভালোবাসা পাবো। তবে আমার বিশ্বাস এটি দর্শকদের ভরপুর বিনোদিত করতে পারবে।
শরাফ আহমেদ জীবন প্রথমবারের মত সিনেমা নির্মাণ করেছেন। তাঁর সিনেমা ‘চক্কর’ এ অভিনয় করেছেন মোশাররফ করিম। সিনেমা প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, কাজ তো অনেক আগেই সম্পন্ন হয়েছে। ‘চক্কর’ পরিবেশনা প্রতিষ্ঠানের কাছে বৃহস্পতিবার সিনেমা ডেলিভারি করেছি। দুর্গাপূজার পরই সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে । ছাড়পত্র পেলেই মুক্তির তারিখ ঘোষণা করব। তবে এতটুকু বলতে পারি, আমাদের ইচ্ছা এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার।
এনটিভিতে শুরু হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ফাউল জামাই’। নাটকটি প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার রাত আটটা ২০ মিনিটে প্রচার শুরু হবে। যা পরবর্তীতে দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।
আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। ধারাবাহিকতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, সাদ্দাম মাল, হান্নান শেলি, জারা জয়া, সাইকা আহমেদ, জাবেদ গাজী, রোবেনা রেজা জুঁই, নওশিন দিশা, সুজিত বিশ্বাস, খান রশ্মি, পলাশ, বিভান বাদল, বাঁশরী, বিজয়, রাজিব প্রমূখ।