ভারতীয় বিতর্কিত ‘গদি মিডিয়া’র জবাব দিলেন সালমান মুক্তাদির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে সরকার পতনের ডাক পর্যন্ত—সব সময়ই শিক্ষার্থীদের পাশে ছিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও আলোচিত তরুণ সালমান মুক্তাদির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের গণ-আন্দোলনকে ভিন্ন দৃষ্টিতে উপস্থাপনে তৎপর ভারতের কতিপয় গণমাধ্যম। এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে সমীচীন জবাব দিয়েছেন বাঁধন।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতীয় গদি মিডিয়া প্রসঙ্গে সোচ্চার হলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে তাঁর ফেসবুক পেজে সালমান মুক্তাদির লিখেছেন, ‘গদি মিডিয়া (ভারতীয় প্রিন্ট এবং টিভি সংবাদ মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থন করে পক্ষপাতদুষ্ট এবং চাঞ্চল্যকর খবর পরিবেশনের জন্য ব্যবহৃত হয়) যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আমরা ইউটিউবাররা, কনটেন্ট ক্রিয়েটর, অভিনেতা ও সাংবাদিকরা বসে বসে আঙ্গুল চোষতেছি। আসুন, সত্যকে আলোয় আনতে কনটেন্ট তৈরি করি যা ভারতীয় গণমাধ্যমে ভুয়া তথ্য উপস্থাপনের মাধ্যমে লুকানোর চেষ্টা করা হচ্ছে।’
পোস্টের কমেন্ট বক্সে সামি দোহা নামে এক অনুরাগী লিখেছেন, ‘হ্যাঁ আমি এর জন্য আওয়াজ তুলেছি।’ পাল্টা জবাবে সালমান মুক্তাদির লেখেন, ধন্যবাদ ভাইয়া। আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় সকলকে সক্রিয় হতে হবে।’
প্রসঙ্গত, ৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদির লিখেছিলেন, ‘মহান আল্লাহ এই জেন-জেড প্রজন্ম দ্বারা আমাদের সবাইকে পৃথিবীর ভয়ংকর ও অমানবিক স্বৈরশাসকের হাত থেকে রক্ষা করেছেন। তারা (জেন-জেড) আমাদের জন্য যা করেছে, তা বিশ্ব ও অন্যান্য দেশ করতে পারেনি।’
তিনি আরও লিখেছিলেন, ‘নিঃস্বার্থভাবে আত্মত্যাগকারী এই প্রজন্মের কাছে আমরা সবাই ঋণী। আল্লাহ তাদের ওপর অপার রহমত ও আশীর্বাদ বর্ষণ করুক। আর আমি এই জেন-জেডকে সালাম জানাই। আপনারা আমাদের নায়ক।’