এনটিভিতে সরাসরি দেখা যাচ্ছে রাহাত ফাতেহ আলীর কনসার্ট
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থীর উদ্যোগে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’। এই আয়োজনে বিনা পারিশ্রমিকে গাইবেন আজ ২১ ডিসেম্বর সন্ধ্যায় পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতেহ আলী খান।
এই কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও গাইছেন আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার পারফর্মেন্স। এর বাইরে শেজান ও হান্নানের র্যাপ থাকছে অন্যতম চমক হিসেবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।
পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। চলবে রাত ১১টা পর্যন্ত।
তবে এনটিভির ফেসবুক ও ইউটিউব থেকে এই কনসার্টটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। শুধুমাত্র টিভিতেই সম্প্রচার হচ্ছে আয়োজনটি।
আয়োজকরা জানিয়েছেন, এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এ দান করা হবে।