আসছে মিউজিক্যাল ওয়েবফিল্ম ‘জলরঙের ফড়িং’
নির্মিত হয়েছে মিউজিক্যাল ওয়েবফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে খন্দকার হিমেলের পরিচালনায় নির্মিত ওয়েবফিল্মটি শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। একজন সিঙ্গেল মাদার ও নিঃসঙ্গ বেড়ে ওঠা সন্তানের মধ্যকার দূরত্ব নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান।
মিউজিক্যাল ওয়েবফিল্মটি প্রসঙ্গে নির্মাতা খন্দকার হিমেল বলেন, ‘শুভ্র খানের লেখা গল্পটি প্রথমেই আকর্ষণ করেছিল। গানগুলোও লেখা ছিল। পড়ে মনে হয়েছিল এটি একটি মিউজিক্যাল ওয়েবফিল্ম হতে পারে। আমাদের এই উত্তরাধুনিক সময়ে পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে উঠছে, সম্পর্কের সুরগুলো কেটে যাচ্ছে সে সুর ফিরিয়ে আনার গল্পই জলরঙের ফড়িং।’
ওয়েবফিল্মটি এ জন্যই মিউজিক্যাল করা হয়েছে। এ গল্পের মূল বার্তাটি দেবে এর গানগুলো। এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শায়লা খান।
ওয়েবফিল্মটিতে আরও অভিনয় করেছেন টলিউডের অভিনেতা সুপ্রতিম রায়, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানার আপ (২০১৭) বিজয়ী মডেল ও অভিনেত্রী সঞ্চিতা দত্ত। নির্মাতা জানান, খুব শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েবফিল্মটি প্রচার হতে যাচ্ছে।