‘আন্তনগর’ থেকে ‘৮৪০’ : প্রান্তর যেভাবে অভিনেতা হয়ে উঠলেন
নতুন অভিনয়শিল্পীদের বর্তমানে যারা কাজ করছেন তাদের মধ্যে বেশ পরিচিত মুখ প্রান্তর দস্তিদার। ‘আন্তনগর’ ওয়েবফিল্ম দিয়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু করা ছেলেটা এখন অভিনয়ে নিয়মিত।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘৮৪০’ সিনেমাতে অভিনয় করে পাচ্ছেন প্রশংসা। সেই সাথে চলমান আছে তার আরও বেশকিছু সিনেমা-সিরিজের কাজ। আসন্ন ভালোবাসা দিবস ও ঈদে থাকবে তাঁর অভিনীত বেশ কিছু নাটক।
সব সময় কি অভিনেতাই হতে চেয়েছে প্রান্তর দস্তিদার? এমন প্রশ্নে তিনি বলেন, ‘অভিনয়ের ডাক পেয়েছি অনেক আগেই কিন্তু আমি সিনেমা মেকিং এর সাথে যুক্ত থাকতে চেয়েছিলাম সব সময়। ডিরেক্টর হতে চেয়েছি। সেই সাথে স্ক্রিপ্ট রাইটিং, এক্সিকিউটিভ প্রডিউসিং ভালো লাগতো। সেভাবেই আগাচ্ছিলাম।’
তাহলে হঠাৎ অভিনয়ে? তখন তিনি যোগ করেন, ‘নির্মাতা গৌতম কৈরী সব চিন্তা ভাবনা পাল্টে দিলেন। মূলত তার সাথে আন্তঃনগরে কাজ করতে গিয়েই আমি অভিনয়ে আনন্দ পাই। আমি খুব অবাক হই যখন বুঝতে পারি কোনো চরিত্রে অভিনয় করার সময় অনেক বাহ্যিক টেনশন বাদ দেয়া যায়। এই উপলব্ধিটাই আমাকে খুব অনুপ্রেরণা দেয় অভিনয়ের জন্য।’
‘৮৪০’ সিনেমায় কিভাবে যুক্ত হলেন সেই কথা জানিয়ে তিনি বলেন, ‘একদিন ছবিয়াল থেকে একটা কল পাই। আমি ভেবেছিলাম এমনিই বলছে। ঠিক এক সপ্তাহ পরে যখন দেখা করতে বলল তখন নড়েচড়ে বসেছিলাম। আর কারো সাথে না স্বয়ং সরয়ার ভাই এর সাথেই মিটিং। ব্রিফটা দারুণ ছিলো। পুরো কাজটা কনফিডেন্টলি করেছি। এত বড়ো বড়ো আর্টিস্ট এক প্রজেক্টে কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে নিয়ে ভাবতে হয়নি। বরং যত দিন গেছে তত সবার সাথে, সবার চরিত্রের সাথে কালেক্টেড ফিল করেছি। আমার মনে হয় আমি ক্যারেক্টারটা খুব মন দিয়ে করতে পেরেছি।’
‘আন্তনগর’ থেকে ‘৮৪০’ এই পুরো জার্নিটা কেমন ছিল প্রান্তরের জন্য তা জানিয়ে বলেন, ‘সময় কিভাবে পার হচ্ছে নিজেই টের পাচ্ছি না। কাজ করছি, এক গল্প থেকে আরেক গল্পে ঢুকছি, ভালো লাগছে।’
ভবিষ্যতে দর্শকরা সিনেমা ও সিরিজসহ আরও কিছু কাজ দেখতে পাবে প্রান্তরের। এরই মধ্যে নির্মাতা রেজা গালিবের ‘মস্ত বড়লোক’ সিনেমার শুটিং শেষ করেছেন। প্রান্তর আরও যোগ করেন, ‘পরিচালক আশফাক নিপুণের একটি সিরিজ করছি। আরেকটি অনুদানের গল্পে সংযুক্ত হয়েছি, বেশ কম্পলিকেটেড একটি চরিত্রে। কিছুদিন পর রিহার্সাল এবং অন্যান্য প্রস্তুতি শুরু করব।’