প্রথম সিজনে ৪০ লাখ, এবার ‘পাতাল লোকে’র হাতিরাম নিয়েছেন ২০ কোটি
‘পাতাল লোক’ ওয়েব সিরিজের প্রথম সিজনে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান জয়দীপ আহলাওয়াত। ২০২০ সালের মে মাসে সিরিজটি মুক্তির পর এতটাই জনপ্রিয়তা পান যে, দর্শক তাঁকে ‘পাতাল লোক’ এর পুলিশ হাতিরাম নামেও ডাকতে শুরু করে।
প্রায় পাঁচ বছর বিরতির পর চলতি বছরের জানুয়ারি মাসে ওটিটির পর্দায় মুক্তি পায় ‘পাতাল লোক’ সিরিজের দ্বিতীয় সিজন। এই সিজনেও মুখ্যচরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে পাঁচ বছরের বিরতিতে বড় রকমের হেরফের এসেছে জয়দীপের পারিশ্রমিকে।
বলিপাড়া সূত্রে খবর, ‘পাতাল লোক’ এর প্রথম সিজনে অভিনয় করে ৪০ লক্ষ রুপি উপার্জন করেছিলেন জয়দীপ। অন্দরমহলে কান পাতলে শোনা যায়, তাঁর পারিশ্রমিক নাকি ৫০ গুণ বৃদ্ধি পেয়েছে। গুঞ্জন, ‘পাতাল লোক’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করতে ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন জয়দীপ। জানা যায়, এই পারিশ্রমিক বৃদ্ধি শুধুমাত্র ‘পাতাল লোক’ এর জন্যই। বড় পর্দার জন্য নয়।
১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে হরিয়ানায় এক মধ্যবিত্ত পরিবারে জন্ম জয়দীপের। সেখানেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেছেন তিনি। তাঁর বাবা পেশায় স্কুলশিক্ষক ছিলেন। শৈশব থেকেই সেনাবাহিনীতে যোগ দিতে চাইতেন জয়দীপ। কিন্তু ইন্টারভিউয়ে বার বার ব্যর্থ হতেন তিনি। ২০০৫ সালে ইংরেজি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন জয়দীপ। কলেজে পড়াশোনা চলাকালীন থিয়েটারের দলের সঙ্গে যুক্ত হন তিনি। পঞ্জাব এবং হরিয়ানার বিভিন্ন জায়গায় নাটকও করেছেন তিনি। সেখান থেকেই অভিনয়ের প্রতি প্রেম জন্মায় জয়দীপের।
অভিনয় শিখবেন বলে হরিয়ানা থেকে পুণে চলে যান জয়দীপ। সেখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-য় ভর্তি হন তিনি। ২০০৮ সালে সেখান থেকে উত্তীর্ণ হন জয়দীপ। রাজকুমার রাও, বিজয় বর্মা, সানি হিন্দুজার মতো বলি তারকারা সহপাঠী ছিলেন জয়দীপের।
২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অক্ষয় কুমারের সিনেমা ‘খট্টা মিঠা’। এই সিনেমাতে খলনায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন জয়দীপ। এটাই প্রথম সিনেমা তাঁর। একই বছর অজয় দেবগন অভিনীত ‘আক্রোশ’ সিনেমাও অভিনয় করতে দেখা যায় তাঁকে।
‘রকস্টার’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘গব্বর ইজ ব্যাক’, ‘কম্যান্ডো: অ্যা ওয়ান ম্যান আর্মি’, ‘রইস’, ‘রাজি’, ‘বাঘি ৩’ এর মতো একাধিক হিন্দি সিনেমাতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে বড় পরিসরে তিনি পরিচিতি পান ‘পাতাল লোক’ সিরিজে অভিনয়ের পর। তার পর ‘অ্যান অ্যাকশন হিরো’, ‘থ্রি অফ আস’, ‘জানে জান’ এবং ‘মহারাজ’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘বার্ড অফ ব্লাড’, ‘দ্য ব্রোকেন নিউজ’, ‘দ্য ব্রোকেন নিউজ ২’ নামের ওয়েব সিরিজ়েও অভিনয় করতে দেখা গিয়েছে জয়দীপকে।