কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় এখন কেমন আছেন?

সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের সন্তান নিবিড় কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ২০২৩ সালে। সেই দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান নিবিড়। তখন থেকেই দীর্ঘ চিকিৎসার মধ্যে আছেন নিবিড়।
কুমার বিশ্বজিৎও থাকছেন কানাডার টরন্টোতে। প্রহর গুনছেন সন্তানের সুস্থ হয়ে ওঠার। নিবিড় এখন কেমন আছেন? নিবিড় এখন আছেন একটি রিহ্যাব সেন্টারে। প্রায় এক বছর হয়ে গেছে সেখানে।
কুমার বিশ্বজিৎ জানাচ্ছেন, অপেক্ষা ছাড়া পথ নেই। অপেক্ষা করছি। সবার কাছে আশীর্বাদ চাই, যেন সব ঠিক হয়ে যায়। ও এখনও কথা বলতে পারে না। তবে ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে। আপনাদের চেনে। দেখার পর কিছুটা হাসে। আমরা চলে এলে কান্না করে।
কানাডার একটি কলেজে ডিজিটাল মার্কেটিংয়ে পড়াশুনা করছিলেন নিবিড়।
২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত হন নিবিড়। তারপর থেকে কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী কানাডায় আছেন। মাঝে একবার কিছুদিনের জন্য দেশে এসেছিলেন কুমার বিশ্বজিৎ।