কম বয়সে হাঁটুতে কী কী সমস্যা হতে পারে
হাঁটুতে ব্যথা এখন সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। শুধু বয়স বাড়লেই যে হাঁটুব্যথা হয়, তা নয়। ইদানীং কম বয়সিদেরও এ ধরনের সমস্যায় আক্রান্ত হতে দেখা যাচ্ছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, কম বয়সে হাঁটুতে কী কী সমস্যা হতে পারে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে হাঁটুর বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার সম্পর্কে বলেছেন ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. পারভেজ আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
কম বয়সে হাঁটুতে কী কী সমস্যা হতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. পারভেজ আহসান বলেন, সাধারণত যখনই আমরা ইয়াং এজকে কনসিডার করি, তো আমাদের ইয়াং এজের সমস্যাগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, হাঁটুতে ইনফেকশন হওয়া। বিশেষ করে তারা খেলাধুলা করে এবং পড়ে যায়। দেখা যায় হাঁটুর ভেতরেও একটু রক্ত জমে যায়। অনেক সময় রক্ত জমার ফলে একধরনের হাঁটুর ইনফেকশন হতে পারে। এটা একটা। দ্বিতীয়ত, হাঁটুতে আরও যদি আগের বয়স চিন্তা করি, তাহলে দেখি জন্মগত কিছু সমস্যা হাঁটুতে থাকতে পারে। যেমন আপনার হয়তো অনেককে বলতে শুনবেন, হাঁটুর বাটিটা সরে যায়। এটা জন্মগতভাবে হাঁটুর বাটি সরে যেতে পারে। এ অবস্থার নাম হচ্ছে কনজেনিটাল প্যাটেলা ডিজলোকেশন।
অধ্যাপক ডা. পারভেজ আহসান বলেন, আপনারা জানেন, হাঁটুর ভেতরে অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে। যেমন মেনিসকাস। এটেতেও জন্মগতভাবে সমস্যা থাকতে পারে। এ কন্ডিশনের নাম হচ্ছে কনজেনিটাল ডিসকয়েড মেনিসকাস। এটাও একটা থাকতে পারে। এ ধরনের আরও লিগামেন্টাস লেক্সিটি বা কারও কারও লিগামেন্টের অ্যাবসেন্সও থাকে। এ ধরনের কিছু রোগ সাধারণত আমরা ইয়াং বয়সে আইডেন্টিফাই করি। তার পরে যেটা সবচেয়ে বেশি, যেটা মানুষ নিয়ে আসে, সেটা হচ্ছে লিগামেন্টাস ইনজুরি। আমাদের এখানে যেটা আসে, সেটা হলো এসিএল বা এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি অথবা পিসিএল বা পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি। তাছাড়াও যেটা অনেক সময় আমরা দেখতে পাই, লেটেরাল কোলাটেরাল লিগামেন্ট ইনজুরি বা মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট ইনজুরি। এ ধরনের লিগামেন্টাস ইনজুরি নিয়ে আমাদের কাছে আসে।
এই ট্রমার কারণ কী, সেটি যদি আমাদের বলতেন, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. পারভেজ আহসান বলেন, যেটা ট্রমার কারণ, সেটা হচ্ছে খেলাধুলা। যারা ইয়াং বয়সের, তার প্রচুর খেলাধুলা করে। ফুটবল খেলে, ক্রিকেট খেলে, হাডুডু খেলে, বিভিন্ন খেলাধুলা করে। তাছাড়া স্পোর্টস অ্যাকটিভিটিস আছে। দৌড় দেয়, ঝাঁপ দেয়। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের ইয়াং জেনারেশন এখন হোন্ডা চালায়। প্রচুর বাইক চালায়। বাইক এক্সিডেন্ট অনেক বেড়ে গেছে।
অল্প বয়সে হাঁটুব্যথা কারণ সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।