কারা বেশি কোলন ক্যানসারের ঝুঁকিতে রয়েছেন?
অনেকে কোলন ক্যানসারে ভুগছেন। হালে এই ক্যানসারের প্রবণতা বেড়েছে। এর জন্য আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাপন দায়ী। আজ আমরা একজন বিশেষজ্ঞের কাছ থেকে জানব কারা কোলন ক্যানসারের ঝুঁকিতে রয়েছেন।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কোলন ক্যানসার, এর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স হাসপাতালের জেনারেল ও কোলোরেক্টাল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহরিয়ার মো. সাদেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. শাহরিয়ার মো. সাদেক বলেন, কোলন ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যে সবার যে পেটব্যথা থাকবে, তা নয়। একটা স্টাডিতে দেখা গিয়েছে, প্রায় ২৪ শতাংশ কোলন ক্যানসার পেটব্যথা নিয়ে প্রেজেন্ট করে। পায়খানার ধরন হুট পরে পরিবর্তন হওয়ার মধ্যে প্রায় ৫০-৬৫ শতাংশ মানুষের কোলন ক্যানসার থাকতে পারে। এই উপসর্গ যাদের আছে, তাদের সবার যে কোলন ক্যানসার, তা কিন্তু নয়। তবে প্রত্যেককে ইনভেস্টিগেট করতে হবে, তার যে কোলন ক্যানসার নেই, এটা প্রমাণ করার জন্য অবশ্যই ইনভেস্টিগেশন করতে হবে। কেউ ধারণার বশবর্তী হয়ে বলতে পারবে না আমার আইবিএস বা আইবিডি হয়েছে, এটা পরীক্ষা করে প্রমাণ করতে হবে।
অনেকে আইবিএস বা আইবিডিকে খুব সাধারণভাবে দেখে থাকে। কোন লেভেলে এলে স্বাভাবিকভাবে না দেখে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. শাহরিয়ার মো. সাদেক বলেন, আইবিএস একটি বড় ধরনের প্রবলেম। আইবিএস যখন আমি পুঙ্খানুপুঙ্খভাবে ডায়াগনসিস করব, তখন আমি রুল আউট করছি তার অন্য কোনও প্রবলেম নেই। যখন আমরা কোলনোস্কপি করছি বা স্ক্যানের মাধ্যমে কনফার্ম করছি তার কোলনে অন্য কোনও বড় ধরনের সমস্যা নেই এবং তার উপসর্গ বা প্যাটার্ন দেখে আমরা বলছি হ্যাঁ তার আইবিএস আছে। সে ক্ষেত্রে মোটামুটি বিপদের ঊর্ধ্বে। কারণ, আইবিএসের সঙ্গে ক্যানসারের ডিরেক্ট কোনও রিলেশনশিপ নেই। আইবিএস একটি ফাংশনাল প্রবলেম।
কারা ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. শাহরিয়ার মো. সাদেক বলেন, কোলোরেক্টাল ক্যানসারে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথমত কোনও কারণ ছাড়াই হতে পারে। দ্বিতীয়ত কারও যদি জেনেটিক হেরিটেজ থাকে, যেমন জেনেটিক লিঙ্কেজ থাকে, বাবা মা ভাই বোন কারও যদি হয়ে থাকে, তাহলে কিছু কিছু ক্যানসার হতে পারে। তৃতীয়ত ওয়েস্টার্ন ডায়েট। এটা গুরুত্বপূর্ণ ইস্যু। ওয়েস্টার্ন ডায়েটের মধ্যে প্রসেসড মিট, রেড মিট, অ্যালকোহল কনসাম্পসন এবং স্থূলতা বা ওবেসিটি; এগুলো গুরুত্বপূর্ণ বিষয়।
কারা বেশি কোলন ক্যানসারের ঝুঁকিতে রয়েছেন, এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।